Calcutta Football League 2025

করণের হ্যাটট্রিকে পাঠচক্রকে ৫ গোল মোহনবাগানের, তবু সবুজ-মেরুনের সুপার সিক্সে ওঠা নিয়ে ধোঁয়াশা!

কলকাতা লিগে জয়ে ফিরল মোহনবাগান। শনিবার পাঠচক্রকে ৫-২ গোলে হারাল তারা। এই জয়ের পরেও তাদের সুপার সিক্সে ওঠা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২৫ ১৮:০৯
football

দুই সতীর্থের মাঝে করণ রাই। শনিবার কলকাতা লিগে মোহনবাগানের হয়ে হ্যাটট্রিক করেছেন তিনি। ছবি: সংগৃহীত।

আগের ম্যাচে কাস্টমসের কাছে হারতে হয়েছিল। শনিবার জয়ে ফিরল মোহনবাগান। কলকাতা লিগে পাঠচক্রকে ৫-২ গোলে হারাল তারা। হ্যাটট্রিক করলেন করণ রাই। এই জয়ের পরেও মোহনবাগান সুপার সিক্সে উঠতে পারবে কি না তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

Advertisement

কলকাতা লিগের সূচি অনুযায়ী এটা মোহনবাগানের গ্রুপ পর্বের শেষ ম্যাচ। গত ১৩ অগস্ট মেসারার্স ক্লাবের বিরুদ্ধে দল নামায়নি বাগান। সেই সময় চলছিল ডুরান্ড কাপ। কলকাতা লিগে মোহনবাগানের স্কোয়াডের ১৬ জন ফুটবলার ডুরান্ডেও নথিভুক্ত ছিলেন। তাই ক্লাব জানিয়েছিল, দু’টি প্রতিযোগিতা একসঙ্গে খেলা সম্ভব নয়। ডুরান্ড হয়ে গেলে আবার কলকাতা লিগ খেলবে তারা।

কিন্তু আইএফএ তা মানতে চায়নি। সূচি মেনে নৈহাটিতে ম্যাচের আয়োজন করা হয়েছিল। মেসারার্স টিম লিস্ট জমা দিয়ে মাঠেও নেমে পড়ে। কিন্তু মোহনবাগান টিম লিস্ট জমা দেয়নি। সেই ম্যাচের ফল কী হবে তা নিয়ে আইএফএ এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। পরে সেই ম্যাচ আয়োজন করা হবে, না কি মেসারার্সকে ওয়াকওভার দেওয়া হবে তা নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে।

আপাতত ১০ ম্যাচে মোহনবাগানের পয়েন্ট ১৭। পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে রয়েছে তারা। তাদের উপরে থাকা সুরুচি সংঘ ও কাস্টমসের পয়েন্ট ১০ ম্যাচে ১৯। তাদের এখনও একটি করে ম্যাচ বাকি। যদি এই দুই দলের মধ্যে কোনও দল নিজেদের শেষ ম্যাচ জেতে তা হলে মোহনবাগানের সুপার সিক্সে যাওয়ার কোনও সুযোগ নেই। সে ক্ষেত্রে বাকি থাকা ম্যাচের ফয়সালার উপরেও কিছু নির্ভর করছে না। কিন্তু যদি সুরুচি ও কাস্টমস দু’জনেই নিজেদের শেষ ম্যাচ হারে, সে ক্ষেত্রে মোহনবাগানের একটা সুযোগ থাকবে। এখন দেখার, বাকি থাকা সেই ম্যাচ নিয়ে আইএফএ কী সিদ্ধান্ত নেয়।

শনিবার পাঠচক্রের বিরুদ্ধে নৈহাটির স্টেডিয়ামে ৬ মিনিটের মাথায় মোহনবাগানকে এগিয়ে দেন পাসাং দোরজি তামাং। তবে বেশি ক্ষণ সেই লিড থাকেনি। ১৫ মিনিটে সমতা ফেরায় পাঠচক্র। ২৪ মিনিটের মাথায় আবার বাগানকে এগিয়ে দেন করণ। ৪৫ মিনিটে দলের তৃতীয় গোল করেন পীযূষ। ৩-১ গোলে এগিয়ে বিরতিতে যায় মোহনবাগান।

দ্বিতীয়ার্ধে ৪৮ ও ৬৫ মিনিটে আরও দু’টি গোল করেন করণ। হ্যাটট্রিক করেন তিনি। ৬৯ মিনিটে পাঠচক্র একটি গোল শোধ করলেও তাতে খেলার ছবি বদলায়নি। শেষ পর্যন্ত ৫-২ গোলে জিতে মাঠ ছাড়ে সবুজ-মেরুন।

Advertisement
আরও পড়ুন