AFC Champions League

ম্যাকলারেনকে নিয়ে স্বস্তি মোহনবাগানে

রবিবার অনেকটাই স্বস্তি পেলেন বাগান সমর্থকরা। কয়েক দিন ধরে সারা মাঠে শুধু দৌড়চ্ছিলেন তিনি। এ দিন বল পায়ে অনুশীলন শুরু করে দিলেন অস্ট্রেলীয় বিশ্বকাপার।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৫০
জেমি ম্যাকলারেন।

জেমি ম্যাকলারেন। —ফাইল চিত্র।

মোহনবাগান সুপার জায়ান্টের এএফসি চ‌্যাম্পিয়ন্স লিগ ২-এ অভিযান শুরু করতে বাকি মাত্র আট দিন। জোরকদমে ক্লাবের মাঠে চলছে রবসন রবিনহো, জেসন কামিংসদের অনুশীলন। মঙ্গলবার এফসি গোয়ার বিরুদ্ধে কিশোর ভারতীতে একটি প্রস্তুতি ম‌্যাচ খেলবে মোহনবাগান। সমর্থকদের মনে প্রশ্ন ছিল, এসিএল ২ শুরুর আগে কি চোট সারিয়ে সুস্থ হয়ে উঠতে পারবেন জেমি ম‌্যাকলারেন?

রবিবার অনেকটাই স্বস্তি পেলেন বাগান সমর্থকরা। কয়েক দিন ধরে সারা মাঠে শুধু দৌড়চ্ছিলেন তিনি। এ দিন বল পায়ে অনুশীলন শুরু করে দিলেন অস্ট্রেলীয় বিশ্বকাপার। তবে পুরো সুস্থ হতে আরও কয়েক দিন সময় লাগবে। মাঠে এলেও অনুশীলন করেননি আলবের্তো রদ্রিগেস।

মূলত প্রথমে পাসিং এর পরে শুটিংয়ে জোর দিয়েছেন কোচ হোসে মলিনা। একের পর এক শট মারছিলেন কামিংস, লিস্টন, রবসন, সাহাল আব্দুল সামাদরা। অনুশীলন শেষে এক ফ‌্যানস ক্লাবের গানের সঙ্গে গলাও মেলান কামিংস।

এ দিকে আজ সোমবার কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে মোহনবাগান-মেসারার্স ম‌্যাচের সিদ্ধান্ত নেওয়া হবে আইএফএ-তে। শনিবারই গঠিত হওয়া প্রিমিয়ার ও প্রথম ডিভিশন কমিটি সেই ম‌্যাচের সিদ্ধান্ত নেবে। আশা করা হচ্ছে হয়তো ১১ সেপ্টেম্বর থেকে শুরু হবে লিগের সুপার সিক্স পর্ব। আইএফএ সূত্রের খবর, ইস্টবেঙ্গলের ম‌্যাচগুলি হবে ক্লাবের মাঠে।

আরও পড়ুন