AIFF Super Cup 2025

ইস্টবেঙ্গলকে সমীহ অলড্রেডের, সুপার কাপ ডার্বিতে প্রতিপক্ষকেই এগিয়ে রাখছেন মোহন ডিফেন্ডার

সুপার কাপের সেমিফাইনালে যেতে হলে শুক্রবারের ডার্বিতে জিততেই হবে মোহনবাগানকে। ডিফেন্ডার টম অলড্রেড মেনে নিচ্ছেন, ইস্টবেঙ্গল এ বার বেশ শক্তিশালী। নিজেদের প্রস্তুতি, পরিকল্পনায় গুরুত্ব দিচ্ছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ২১:১৮
picture of football

টম অলড্রেড। ছবি: সংগৃহীত।

কলকাতার দুই প্রধানকেই আটকে সুপার কাপের ডার্বি জমিয়ে দিয়েছে ডেম্পো। সেমিফাইনালে উঠতে হলে শুক্রবার জিততেই হবে মোহনবাগানকে। ইস্টবেঙ্গল ড্র করলেও শেষ চারের টিকিট পেয়ে যেতে পারে। তবে চেন্নাইয়িন এফসিকে পাঁচ গোলের ব্যবধানে ডেম্পো হারিয়ে দিলে হিসাব পাল্টে যাবে। সে ক্ষেত্রে জয় ছাড়া পথ থাকবে না অস্কার ব্রুজ়োর দলেরও।

Advertisement

পরিস্থিতি কঠিন। মোহনবাগানের জন্য কিছুটা বেশি। সুবিধা বলতে ডেম্পো-চেন্নাইয়িন ম্যাচের ফল জেনে মাঠে নামতে পারবে দুই প্রধান। ডেম্পোর সঙ্গে ড্র যে পরিস্থিতি কঠিন করে দিয়েছে, তা মঙ্গলবার ম্যাচের পরই স্বীকার করে নেন মোহনবাগান কোচ হোসে মোলিনা। পরিস্থিতি কঠিন, মানছেন সবুজ-মেরুন ডিফেন্ডার টম অলড্রেডও।

বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন অলড্রেড। স্বভাবতই ডার্বি সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন তাঁকে সামলাতে হয়েছে। অলড্রেড মেনে নিচ্ছেন, এ বারের ইস্টবেঙ্গল বেশ শক্তিশালী। তবে লাল-হলুদ শিবিরের শক্তি-দুর্বলতা নিয়ে না ভেবে নিজেদের প্রস্তুতি, পরিকল্পনাতেই জোর দিচ্ছেন সবুজ-মেরুন ডিফেন্ডার। বুধবার অলড্রেড বলেছেন, ‘‘আমরা নিজেদের নিয়ে ভাবছি। কী ভাবে আমরা ভাল খেলতে পারি, সেটাই গুরুত্বপূর্ণ।’’ এ বারের ডার্বি হচ্ছে গোয়ায়। দুই প্রধানের অল্প কিছু সমর্থক হয়তো গ্যালারিতে থাকবেন। গ্যালারির সমর্থনের অভাব অনুভব করবেন বলে জানিয়েছেন অলড্রেড। তাঁর বক্তব্য, ‘‘আমরা সমর্থকদের প্রতিনিধি। আমরা জয়ের জন্য ঝাঁপাব।’’

আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান কখনও সুপার কাপ জিততে পারেনি। এ বার সুপার কাপ জিতেই মরসুমের প্রথম ট্রফি ঘরে তুলতে চাইছেন সবুজ-মেরুন ফুটবলারেরা।

Advertisement
আরও পড়ুন