Mohun Bagan

বর্ষসেরা ফুটবলার মোহনবাগানের শুভাশিস, পুরস্কার পেলেন বিশালও, বছরের সেরা আর কারা?

গত মরসুমে মোহনবাগান আইএসএলের লিগ-শিল্ড এবং কাপ, দু’টিই জিতেছে। সেই জয়ের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন অধিনায়ক শুভাশিস বসু এবং গোলরক্ষক বিশাল কাইথ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ মে ২০২৫ ২২:০৪
football

লিগ-শিল্ড হাতে শুভাশিস। ছবি: সমাজমাধ্যম।

গত মরসুমে মোহনবাগান আইএসএলের লিগ-শিল্ড এবং কাপ, দু’টিই জিতেছে। সেই জয়ের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন অধিনায়ক শুভাশিস বসু এবং গোলরক্ষক বিশাল কাইথ। সর্বভারতীয় ফুটবল সংস্থার (এআইএফএফ) বিচারে এই দু’জনই পুরস্কার পেলেন।

Advertisement

শুক্রবার ভুবনেশ্বরে এক অনুষ্ঠানে বর্ষসেরা ফুটবলার হিসাবে বেছে নেওয়া হয়েছে শুভাশিসকে। সেরা মহিলা ফুটবলার ইস্টবেঙ্গলের সৌম্যা গুগুলথ। ইস্টবেঙ্গলই এ বার মহিলাদের আই লিগ জিতেছে।

জামশেদপুর এফসি-র কোচ খালিদ জামিল টানা দ্বিতীয় বার বর্ষসেরা কোচের পুরস্কার পেয়েছেন। জামশেদপুর সুপার কাপের ফাইনালেও উঠেছে। মহিলা বিভাগের সেরা কোচ শ্রীভূমির সুজাতা কর। প্রথম বার মহিলাদের আই লিগে সুযোগ পেয়েই তাঁর দল তৃতীয় স্থানে শেষ করেছে।

গোয়ার মিডফিল্ডার ব্রাইসন ফের্নান্দেস সেরা উঠতি প্রতিভার পুরস্কার পেয়েছেন। মহিলা বিভাগে এই পুরস্কার পেয়েছেন থোইবিসানা চানু।

বর্ষসেরা গোলকিপার হয়েছেন মোহনবাগানের বিশাল। মেয়েদের বিভাগে এই পুরস্কার উঠেছে পানথোই চানুর হাতে। রেফারিদের মধ্যে বর্ষসেরা বেঙ্কটেশ আর।

মোহনবাগানের একাধিক ফুটবলার যে পুরস্কার পাবেন তা এক রকম জানাই ছিল। মুম্বই সিটির পর দ্বিতীয় দল হিসাবে আইএসএলের লিগ-শিল্ড এবং কাপ জিতেছে তারা। দীর্ঘ দিন পর ফেডারেশনের বর্ষসেরা ফুটবলার হলেন এক বাঙালি।

Advertisement
আরও পড়ুন