Kylian Mbappe

হাসপাতাল থেকে ছাড়া পেলেন এমবাপে, কবে খেলায় ফিরবেন রিয়ালের স্ট্রাইকার?

গ্যাস্ট্রোএন্টেরাইটিসের সমস্যায় ভুগছিলেন কিলিয়ান এমবাপে। কিছু পরীক্ষা এবং চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। রিয়াল মাদ্রিদের হয়ে ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে পারেননি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ জুন ২০২৫ ১২:৩৪
picture of Kylian Mbappe

কিলিয়ান এমবাপে। —ফাইল চিত্র।

হাসপাতাল থেকে ছাড়া পেলেন কিলিয়ান এমবাপে। রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার গ্যাস্ট্রোএন্টেরাইটিসের (পেটের সমস্যা) সমস্যায় ভুগছিলেন। কিছু পরীক্ষা এবং চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। অসুস্থতার জন্য ক্লাব বিশ্বকাপের প্রথম দু’টি ম্যাচে তাঁকে পায়নি রিয়াল মাদ্রিদ।

Advertisement

ক্লাবের পক্ষ থেকেই এমবাপের হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার খবর জানানো হয়েছে। রিয়াল বিবৃতিতে জানিয়েছে, ‘‘বৃহস্পতিবার দুপুরে কিলিয়ন এমবাপেকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এমবাপে দলের প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়েছেন। আরও কিছু দিন চিকিৎসা চলবে এমবাপের। ধীরে ধীরে দলের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করা হবে তাঁকে।’’ খেলায় ফিরতে তাঁর কত দিন লাগবে, তা নির্দিষ্ট ভাবে জানানো হয়নি।

গত শনিবার ক্লাব বিশ্বকাপের ম্যাচ খেলতে দলের সঙ্গে আমেরিকায় পৌঁছোন এমবাপে। মঙ্গলবার পাম বিচ গার্ডেন্সে দলের অনুশীলনে অনুপস্থিত ছিলেন। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছিল, তাঁর জ্বর হয়েছে। পরে আল হিলালের বিরুদ্ধে তাঁকে দলের বাইরে রাখা হয়। আমেরিকায় পৌঁছোনোর পরই অসুস্থ হয়ে পড়েছিলেন ফরাসি স্ট্রাইকার।

ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচে এমবাপেহীন রিয়ালের পারফরম্যান্স এক দমই প্রত্যাশিত মানের হয়নি। আল হিলালের সঙ্গে ১-১ গোলে ড্র করে তারা।

Advertisement
আরও পড়ুন