Kylian Mbappe

এমবাপে-পিএসজি সংঘাত বাড়ছে, প্রাক্তন ক্লাবকে আদালতে নিয়ে গেলেন ফরাসি ফুটবলার

পিএসজি-র বিরুদ্ধে মামলা ঠুকে দিলেন এমবাপে। অভিযোগ নৈতিক হয়রানির। চুক্তির ৬ কোটি ১০ লক্ষ ডলার (প্রায় ৫২২ কোটি টাকা) বকেয়া রয়েছে বলেও অভিযোগ ফরাসি ফুটবলারের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ জুন ২০২৫ ১৬:৪৭
Kylian Mbappe

কিলিয়ন এমবাপে। —ফাইল চিত্র।

পুরনো ক্লাব প্যারিস সঁ জঁ-কে যে সহজে ছেড়ে দেবেন না, বুঝিয়ে দিলেন কিলিয়ন এমবাপে। ক্লাবের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন ফরাসি ফুটবলার। অভিযোগ নৈতিক হয়রানির। চুক্তির ৬ কোটি ১০ লক্ষ ডলার (প্রায় ৫২২ কোটি টাকা) বকেয়া রয়েছে বলেও অভিযোগ এমবাপের।

Advertisement

প্যারিস প্রসিকিউটরের দফতর থেকে জানানো হয়েছে, ২০২৩-২৪ মরসুম শুরুর আগে ক্লাব যে ভাবে তাঁর সঙ্গে ব্যবহার করেছিল, তাতে অত্যন্ত অখুশি এমবাপে। ঠিক তার আগেই এমবাপে সিদ্ধান্ত নিয়েছিলেন, পিএসজি-তে আর থাকবেন না।

সাত বছর পিএসজিতে খেলেছেন এমবাপে। রেকর্ড ২৫৬টি গোল করেছেন। কিন্তু গত বছর পিএসজি-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রিয়াল মাদ্রিদে যোগ দেন তিনি। তাঁকে ছাড়াই পিএসজি এই বছর চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে।

২০২২ সালে এমবাপেকে তাদের ক্লাবের ইতিহাসে সবচেয়ে বেশি টাকায় সই করায় পিএসজি। এমবাপের প্রথম অভিযোগ ছিল, যাঁদের সই করানো হবে বলে ক্লাব প্রতিশ্রুতি দিয়েছিল, তাঁদের কাউকেই সই করানো হয়নি। তাঁর দ্বিতীয় অভিযোগ, সই করার পর তাঁকে যখন ভক্তদের সামনে প্রথম আনা হয়, তখন তাঁকে ২০২৫ লেখা জার্সি দেওয়া হয়েছিল। অথচ তাঁর চুক্তি ছিল ২০২৪ সাল পর্যন্ত। চুক্তিতে বলা ছিল, বাড়তি এক বছর ক্লাবে থাকবেন কি না সেটা নির্ভর করবে এমবাপের উপর।

২০২৩ সালের জুনে এমবাপে পিএসজিকে জানিয়ে দেন, তিনি ওই অতিরিক্ত এক বছর আর থাকবেন না। এর ফলে পিএসজি যত দ্রুত সম্ভব এমবাপেকে ছেড়ে দেওয়ার জন্য তৎপর হয়। না হলে তাদের এমবাপেকে কোনও টাকা না নিয়েই ছেড়ে দিতে হতো। কারণ ফ্রি ফুটবলার হয়ে যেতেন এমবাপে। এই নিয়েই দুই পক্ষের মতবিরোধ শুরু হয়। শেষ পর্যন্ত প্রাক্তন ক্লাবকে আদালতে নিয়ে গেলেন এমবাপে।

Advertisement
আরও পড়ুন