R Praggnanandhaa

তিন বছর পর গুকেশকে ক্ল্যাসিক্যাল দাবায় হারালেন প্রজ্ঞানন্দ, ফিডের বিশ্ব ক্রমতালিকায় উঠলেন তৃতীয় স্থানে

রমেশবাবু প্রজ্ঞানন্দের এলো রেটিং এখন ২৭৮৪। তাঁর আগে রয়েছেন শুধু ম্যাগনাস কার্লসেন এবং হিকারু নাকামুরা। খেলোয়াড় জীবনের সেরা অবস্থানে উঠে এসেছেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২৫ ১৯:০৫
Picture of R Praggnanandhaa

রমেশবাবু প্রজ্ঞানন্দ। ছবি: এক্স।

ফিডের লাইভ বিশ্ব ক্রমতালিকায় তৃতীয় স্থানে উঠে এলেন ভারতের রমেশবাবু প্রজ্ঞানন্দ। সিঙ্কফিল্ড কাপের প্রথম রাউন্ডে বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশকে হারিয়ে খেলোয়াড় জীবনের সেরা জায়গায় উঠে এসেছেন প্রজ্ঞানন্দ।

Advertisement

প্রায় তিন বছরের বেশি সময় পর গুকেশের বিরুদ্ধে ক্লাসিক্যাল দাবায় জয় পেয়েছেন প্রজ্ঞানন্দ। এই জয়ই তাঁকে লাইভ ক্রমতালিকায় (প্রতিযোগিতা চলার সময়ের রেটিংয়ের ভিত্তিতে) তৃতীয় স্থানে তুলে এনেছে।

বিশ্বচ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার গুকেশের বিরুদ্ধে ক্ল্যাসিক্যাল দাবায় জিতে উচ্ছ্বসিত প্রজ্ঞানন্দ। ভারতের এক নম্বর গ্র্যান্ডমাস্টার বলেছেন, ‘‘সিঙ্কফিল্ড কাপে প্রথম জয় পেলাম। গত বছর ন’টা গেম ড্র করেছিলাম। জয়ের বেশ কয়েকটা সুযোগ হাতছাড়া করেছিলাম। এ বার অন্যরকম হল ব্যাপারটা। দারুণ লাগছে।’’ তিনি আরও বলেছেন, ‘‘গত কয়েক বছর গুকেশের বিরুদ্ধে ভাল কিছু করতে পারিনি। তিন বছর পর ওকে ক্ল্যাসিক্যাল দাবায় হারালাম। শেষ ম্যাচটাও জিতেছিলাম গুকেশের একটা ভুলের জন্যই। না হলে ওই এগিয়ে ছিল। তবে গত বছর তিনটে গেমে ভাল জায়গায় থেকেও জিততে পারিনি। অবশেষে জয় পেলাম। দারুণ লাগছে।’’ উল্লেখ্য, ২০২২ সালের এপ্রিল মাসে শেষ বার গুকেশকে ক্ল্যাসিক্যাল দাবায় হারিয়েছিলেন প্রজ্ঞানন্দ।

এখন প্রজ্ঞানন্দের এলো রেটিং ২৭৮৪। রেটিং ধরে রাখতে পারলে আগামী ১ সেপ্টেম্বর ফিডে নতুন যে ক্রমতালিকা প্রকাশ করবে, তাতে তৃতীয় স্থানে থাকবেন প্রজ্ঞানন্দ। তাঁর আগে রয়েছেন শুধু ম্যাগনাস কার্লসেন এবং হিকারু নাকামুরা।

Advertisement
আরও পড়ুন