French Open 2025

ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে শিয়নটেক, রাডুকানুকে উড়িয়ে দিলেন গত তিন বারের চ্যাম্পিয়ন

২০২১ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন এমা রাডুকানু কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারলেন না ইগা শিয়নটেকের বিরুদ্ধে। ম্যাচের প্রথম থেকেই দাপট ছিল চার বারের ফরাসি ওপেন চ্যাম্পিয়নের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ মে ২০২৫ ২২:২৪
Picture of Iga Swiatek

ইগা শিয়নটেক। ছবি: এক্স (টুইটার)।

ফরাসি ওপেনে মহিলাদের সিঙ্গলসে তৃতীয় রাউন্ডে উঠলেন ইগা শিয়নটেক। বিশ্বের প্রাক্তন এক নম্বর দ্বিতীয় রাউন্ডের ম্যাচে সহজ জয় পেলেন ব্রিটেনের এমা রাডুকানুর বিরুদ্ধে। ম্যাচের ফল পোলিশ তারকার পক্ষে ৬-১, ৬-২। ডাবলসের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন ভারতের ইউকি ভাম্বরি। প্রথম রাউন্ডে জয় পেয়েছে রোহন বোপান্না-অ্যাডাম পাভলাসেক জুটিও।

Advertisement

২০২১ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারলেন না শিয়নটেকের বিরুদ্ধে। ম্যাচের প্রথম থেকেই দাপট ছিল চার বারের ফরাসি ওপেন চ্যাম্পিয়নের। ২০২২ সাল থেকে রোলঁ গারোজে অপরাজিত শিয়নটেক। এ বারের দ্বিতীয় রাউন্ডের ম্যাচও খেললেন চ্যাম্পিয়নের মতো। শিয়নটেক তিনটি ডাবল ফল্ট করলেও সেই সুবিধা কাজেই লাগাতে পারেননি রাডুকানু।

১ ঘণ্টা ১৯ মিনিটের লড়াইয়ে কোনও সময়ই মনে হয়নি বিশ্ব ক্রমতালিকায় ৪৩ নম্বরে নেমে যাওয়া ২২ বছরের রাডুকানু সমস্যায় ফেলতে পারেন তাঁকে। ম্যাচের চতুর্থ গেমেই ব্রিটিশ খেলোয়াড়ের সার্ভিস ভেঙে দেন শিয়নটেক। বাকি ম্যাচটা তখনই সহজ হয়ে যায়। ৩৯ মিনিটে প্রথম সেট জেতার পর দ্বিতীয় সেট জিততে সময় নেন ৪১ মিনিট। দ্বিতীয় সেটেও তৃতীয় গেমে রাডুকানুর সার্ভিস ভাঙেন। সপ্তম গেমে আবার রাডুকানুর সার্ভিস ভেঙে দেন।

পুরুষদের ডাবলসের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন ভাম্বরি। সঙ্গী আমেরিকার রোবের্ট গ্যালোওয়েকে নিয়ে ৬-৩, ৬-৭ (৮-১০), ৬-৩ ব্যবধানে হারিয়েছেন জার্মানির হেনড্রিক জেবেনস এবং নেদারল্যান্ডসের রবিন হাস জুটিকে। বোপান্না এবং তাঁর চেক জুটি ৭-৬ (৮-৬), ৫-৭, ৬-১ ব্যবধানে হারিয়েছেন আমেরিকার রবার্ট ক্যাশ-জি ট্র্যাকি জুটিকে। ডাবলসের প্রথম রাউন্ডে জয় পেয়েছেন এন শ্রীরাম বালাজিও। তিনি মেক্সিকোর মিগুয়েল ভারেলাকে নিয়ে ৬-২, ৬-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছেন চিনের ইউনচাওকেতে বু এবং আর্জেন্টিনার ক্যামিলো কারাবেলি জুটিকে।

তিন খেলোয়াড় ডাবলসে জয় পেলেও রাউন্ডেই বিদায় নিয়েছেন ভারতের ঋত্বিক বোল্লিপাল্লি। তাঁর এবং কলম্বিয়ার নিকোলাস ব্যারিয়েন্তোসের জুটি ০-৬, ২-৬ ব্যবধানে হেরে গিয়েছে কানাডার গ্যাব্রিয়েল ডিয়াল্লো এবং ব্রিটেনের জ্যাকব ফার্নলি জুটির কাছে।

Advertisement
আরও পড়ুন