Asia Cup 2025

হকিতে চিনের কাছে ফাইনালে হার মেয়েদের

বিশেষজ্ঞরা আশা করেছিলেন চিনই ভারতকে ফাইনালে হয়তো বেগ দেবে। বাস্তবে হলও ঠিক তাই। চিনের প্রাচীর টপকানো হল না নবনীতদের।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ০৬:২৩
ভারতীয় মহিলা হকি দলের রৌপ্য পদক গ্রহণের মুহূর্ত।

ভারতীয় মহিলা হকি দলের রৌপ্য পদক গ্রহণের মুহূর্ত। ছবি: এক্স।

এশিয়া কাপ হকি

চিন ৪, ভারত ১

এক সপ্তাহ আগে এশিয়া কাপ হকিতে চ‌্যাম্পিয়ন হয়েছিলেন হরমনপ্রীত সিংহরা। অর্জন করেছিলেন বিশ্বকাপের টিকিট। কিন্তু হ‌্যাংঝাউতে মেয়েরা ফাইনালে উঠলেও চ‌্যাম্পিয়ন হতে পারল না। চিনের বিরুদ্ধে ১-৪ ফলে হারের কারণে আগামী বছরের বিশ্বকাপে সরাসরি যোগ‌্যতা অর্জন হল না নবনীত কউরদের।

সুপার ফোরের তিনটি ম‌্যাচে জিতেই ফাইনালে উঠেছিল চিন। ভারত একমাত্র হেরেছিল চিনের বিরুদ্ধেই ১-৪ ফলে। র‌্যাঙ্কিংয়ে ভারতের (৯) থেকে একমাত্র এগিয়ে ছিল চিনই (৪)। ফলে বিশেষজ্ঞরা আশা করেছিলেন চিনই ভারতকে ফাইনালে হয়তো বেগ দেবে। বাস্তবে হলও ঠিক তাই। চিনের প্রাচীর টপকানো হল না নবনীতদের।

ম‌্যাচ শুরুর এক মিনিটের মধ‌্যে ভারতকে এগিয়ে দিয়েছিলেন নবনীত। পেনাল্টি কর্নার থেকে বল জালে জড়ান তিনি। পিছিয়ে পড়ে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকেন চিনের খেলোয়াড়রা। তখন মূলত ভারতের অর্ধেই খেলা হচ্ছিল। বেশি ক্ষণ চিনকে ঠেকিয়ে রাখা যায়নি। ২১ মিনিটের মাথায় ১-১ করেন জ়িক্সিয়া ওউ। বিরতির আগে আর গোল হয়নি।

বিরতির পরে ভারতের আগ্রাসন ফিরে আসে। কিন্তু চিনের ডিফেন্সকে ভাঙতে পারেননি বিউটি ডুং ডুংরা। ৪১ মিনিটে প্রতিআক্রমণ থেকে চিনকে এগিয়ে দেন হং লি। পিছিয়ে পড়ে চতুর্থ কোয়ার্টারে ভারত আরও চাপ বাড়াতে থাকে। কিন্তু চিনের রক্ষণ ছিল দৃঢ়। দু’মিনিটের ব‌্যবধানে চিনের দুই গোল ভারতের সব স্বপ্নে কার্যত জল ঢেলে দেয়। ৫১ মিনিটে ৩-১ করেন মেইরং জ়োউ এবং ৫৩ মিনিটে মধ‌্যে ফের একটি ফিল্ড গোল করেন জিয়াকি ঝং।

আরও পড়ুন