—প্রতীকী চিত্র।
সেমিফাইনালে ১৪-৩ গোলে কানাডাকে হারালেও শেষরক্ষা হল না আজ়লান শাহ হকি প্রতিযোগিতায়। ফাইনালে বেলজিয়ামের কাছে ০-১ গোলে হারল ভারত। প্রথম বার বেলজিয়াম এই ট্রফি জিতল পাঁচ বারের চ্যাম্পিয়নদের হারিয়ে।
৩৪ মিনিটে বেলজিয়ামের থিবিউ স্টকব্রোয়েক্সের এক মাত্র গোলে এগিয়ে গিয়েছিল বেলজিয়াম। সুযোগ পেলেও ভারত আর ম্যাচে ফিরে আসতে পারেনি। তিনটি পেনাল্টি কর্নার পেলেও তা গোলে পরিবর্তিত করতে পারেননি ভারতীয় খেলোয়াড়েরা। এর আগে গ্রুপ পর্বে বেলজিয়ামের কাছেই হেরেছিল ভারত ২-৩ গোলে।