Pahalgam Terror Attack

পহেলগাঁও হত্যাকাণ্ডের জের, পাকিস্তানে আয়োজিত প্রতিযোগিতা থেকে নাম তুলে নিল ভারত

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিবাদে পাকিস্তানে আয়োজিত প্রতিযোগিতা থেকে নাম তুলে নিয়েছে ভারত। ইসলামাবাদে খেলতে যাবে না ভারতীয় দল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ১০:৩৫
football

পাকিস্তানে খেলতে যাওয়া নিয়ে কড়া সিদ্ধান্ত ভারতের। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। তার প্রতিবাদে একের পর এক সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। এ বার পাকিস্তানে আয়োজিত ভলিবল প্রতিযোগিতা থেকে নাম তুলে নিয়েছে ভারত। ইসলামাবাদে খেলতে যাবে না ভারতীয় দল।

Advertisement

আগামী মাসে ইসলামাবাদে ‘সেন্ট্রাল এশিয়ান ভলিবল’ প্রতিযোগিতা রয়েছে। প্রথমে ঠিক ছিল সেখানে ভারত দল পাঠাবে। কিন্তু পহেলগাঁও হামলার পর সেই সিদ্ধান্তে বদল হয়েছে। পাকিস্তান ভলিবল সংস্থার আধিকারিক আব্দুল আহাদ জানিয়েছেন, ২৮ মে থেকে ইসলামাবাদের জিন্না কমপ্লেক্সে ভলিবল প্রতিযোগিতা শুরু হবে। ভারত প্রথমে জানিয়েছিল, ২২ খেলোয়াড়-সহ ৩০ জনের দল তারা পাঠাবে।

আব্দুল আরও জানিয়েছেন, ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকে পরিস্থিতি বদলেছে। ভারতীয় ভলিবল সংস্থা জানিয়েছে, দল তারা পাঠাবে না। জঙ্গি হামলার প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছে তারা।

২০০৮ সালে ২৬ নভেম্বর মুম্বই হামলার পর থেকে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেট বন্ধ। আইসিসি ও এশীয় স্তরের প্রতিযোগিতায় দু’দেশ মুখোমুখি হলেও দ্বিপাক্ষিক প্রতিযোগিতা হয় না। তার মাঝে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ সালের এক দিনের বিশ্বকাপে ভারতে খেলতে এসেছে পাকিস্তান। কিন্তু ভারত সে দেশে যায়নি। এশিয়া কাপ ও সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাইব্রিড মডেলে খেলা হয়েছে। ফলে ঠিক হয়েছে, পাকিস্তানও আর ভারতে ক্রিকেট খেলতে আসবে না। তার মাঝেই পাকিস্তানে আয়োজিত আরও একটি প্রতিযোগিতা থেকে নাম তুলল ভারত।

Advertisement
আরও পড়ুন