World Athletics Championships 2025

প্রথম সুযোগেই বাজিমাত নীরজের, শুরুতেই ৮৪.৮৫ মিটার ছুড়ে বিশ্ব অ্যাথলেটিক্সের ফাইনালে ভারতীয়

জান জেলেজ়নি (১৯৯৩, ১৯৯৫) এবং পিটার্স (২০১৯, ২০২২) ছাড়া বিশ্বের আর কোনও পুরুষ অ্যাথলিট জ্যাভলিন থ্রোয়ে বিশ্বখেতাব ধরে রাখতে পারেননি। ২০২৩ সালে সোনা জেতা নীরজ চোপড়ার সামনে এ বার সেই সুযোগ রয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৭
picture of Neeraj Chopra

নীরজ চোপড়া। —ফাইল চিত্র।

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে উঠলেন গত বারের চ্যাম্পিয়ন নীরজ চোপড়া। প্রথম চেষ্টাতেই যোগ্যতা অর্জনের ৮৪.৫ মিটার অতিক্রম করে যান গত বারের বিশ্বজয়ী। তিনি ছোড়েন ৮৪.৮৫ মিটার।

Advertisement

যোগ্যতা অর্জন পর্বের গ্রুপ ‘এ’ থেকে নীরজ ছাড়া ফাইনালের যোগ্যতা অর্জন করেছেন জার্মানির জুলিয়ান ওয়েবার। তিনি দ্বিতীয় প্রচেষ্টায় ৮৭.২১ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়েছেন। এই গ্রুপ থেকে সরাসরি ফাইনালে উঠেছেন পোল্যান্ডের দাউইদ ওয়েগনার। তিনি ৮৫.৬৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়েছেন।

প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, ৮৪.৫ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়লে সরাসরি ফাইনালের যোগ্যতা অর্জন করবেন প্রতিযোগীরা। সব মিলিয়ে সেরা ১২ জনকে নিয়ে হবে ফাইনাল। ফলে ৮৪.৫ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়তে না পারলেও ফাইনালে ওঠার সুযোগ থাকবে। সে ক্ষেত্রে দুই গ্রুপ মিলিয়ে প্রথম ১২ জনের মধ্যে থাকতে হবে।

পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে এ বার চার জন ভারতীয় বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করছেন। গ্রুপ ‘এ’-তে নীরজের সঙ্গে রয়েছেন সচিন যাদব। যোগ্যতা অর্জন পর্বে সচিন সর্বোচ্চ ৮৩.৬৭ মিটার দূরে জ্যাভলিন ছুড়তে পেরেছেন। ফলে তিনি ফাইনালে সরাসরি যোগ্যতা আর্জন করতে পারেননি। গ্রুপ ‘এ’-তে তিনি রয়েছেন ষষ্ঠ স্থানে। সব মিলিয়ে প্রথম ১২ জনের মধ্যে থাকতে পারলে ফাইনালে নামার সুযোগ পাবেন। এ ছাড়া গ্রুপ ‘বি’-তে রয়েছেন রোহিত যাদব এবং যশবীর সিংহ। তাঁদের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের আশরাফ নাদিম।

Advertisement
আরও পড়ুন