Wimbledon 2025

উইম্বলডনের প্রথম রাউন্ডে জিতলেন সিনার, শিয়নটেক, প্রতিযোগিতার দ্বিতীয় দিনেই বিদায় জ়েরেভের

লন্ডনের গরমে কাহিল টেনিস তারকারা। তার মধ্যেই চলছে বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম। প্রত্যাশিত মতো এগোচ্ছেন বাছাই তারকারা। তবে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও একাধিক অঘটন ঘটল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ জুলাই ২০২৫ ২৩:০৯
Picture of Jannik Sinner

ইয়ানিক সিনার। ছবি: এক্স (টুইটার)।

প্রত্যাশা মতোই উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে উঠলেন পুরুষ সিঙ্গলসের শীর্ষ বাছাই ইয়ানিক সিনার। প্রথম রাউন্ডের বাঁধা টপকেছেন ১১তম বাছাই অ্যালেক্স ডি মিনাউর এবং ১৩তম বাছাই টমি পল। মহিলাদের সিঙ্গলসে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন অষ্টম বাছাই ইগা শিয়নটেক, সপ্তম বাছাই মিরা আন্দ্রিভা। তবে প্রথম রাউন্ডেই বিদায় নিলেন তৃতীয় বাছাই জেসিকা পেগুলা এবং পঞ্চম বাছাই কিনওয়েন ঝেং। হেরে গিয়েছেন পুরুষদের সপ্তম বাছাই লোরেঞ্জো মুসেট্টিও। প্রথম ম্যাচেই হেরে গেলেন তৃতীয় বাছাই আলেকজান্ডার জ়েরেভও।

Advertisement

সহজ জয় দিয়ে উইম্বলডন শুরু করলেন সিনার। ইটালির টেনিস তারকা স্বদেশীয় লুকা নার্দিকে হারিয়েছেন ৬-৪, ৬-৩, ৬-০ ব্যবধানে। বিশ্বের এক নম্বরকে তেমন কোনও সমস্যাতেই ফেলতে পারেননি নার্দি। জিতলেন অস্ট্রেলিয়ার মিনাউর। একাদশ বাছাই ৬-২, ৬-২, ৭-৬ (৭-২) ব্যবধানে সহজ জয় পেয়েছেন স্পেনের অবাছাই খেলোয়াড় রোবের্তো কার্বালেস বেনার বিরুদ্ধে। ১৩ নম্বর বাছাই আমেরিকার পল ৬-৪, ৬-৪, ৬-২ ব্যবধানে হারিয়েছেন ব্রিটেনের অবাছাই খেলোয়াড় জোহানাস মনডেকে।

মহিলাদের সিঙ্গলসে দ্বিতীয় রাউন্ডে উঠলেন বিশ্বের প্রাক্তন এক নম্বর শিয়নটেক। এ বারের উইম্বলডনে অষ্টম বাছাই পোলিশ তারকা ৭-৫, ৬-১ ব্যবধানে হারিয়েছেন অবাছাই খেলোয়াড় পোলিনা কুদেরমেটোভাকে। সহজ জয় পেয়েছেন আন্দ্রিভাও। তিনি ৬-৩, ৬-৩ ব্যবধানে হারিয়েছেন মিশরের অবাছাই খেলোয়াড় মায়ার শেরিফকে।

বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যামের দ্বিতীয় দিনও একাধিক অঘটন ঘটল। পুরুষদের তৃতীয় বাছাই জার্মানির জ়েরেভ পাঁচ সেট লড়াই করেও জিততে পারলেন না। তিনি হেরে গেলেন ফ্রান্সের অবাছাই খেলোয়াড় আর্থার রিন্দারনেখের কাছে। খেলার ফল জ়েরেভের বিপক্ষে ৬-৭ (৩-৭), ৭-৬ (১০-৮), ৩-৬, ৭-৬ (৭-৫), ৪-৬। পাঁচ সেটের লড়াইয়ে দুই খেলোয়াড়ই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। রিন্দারনেখের ২৫টি ‘এস’ সার্ভিস জবাবে জ়েরেভ ‘এস’ সার্ভিস করেছেন ৩১টি। তবে, জ়েরেভ ডাবল ফল্ট দু’টি বেশি করেছেন। ব্রেক পয়েন্ট জেতার ক্ষেত্রেও পিছিয়ে থেকেছেন জার্মান তারকা। ৯টি ব্রেক পয়েন্ট পেলেও কাজে লাগাতে পারেননি একটিও। পুরুষদের সপ্তম বাছাই ইটালির মুসেট্টি বিদায় নিলেন প্রথম রাউন্ডেই। তাঁকে হারালেন জর্জিয়ার অবাছাই খেলোয়াড় নিকোলোজ় বাসিলাশভিলি। তাঁর পক্ষে ম্যাচের ফল ৬-২, ৪-৬, ৭-৫, ৬-১। প্রথম রাউন্ডে হেরে গেলেন মহিলা সিঙ্গলসের তৃতীয় বাছাই পেগুলা। আমেরিকার সেরা বাজিকে হারিয়ে দিলেন ইটালির অবাছাই খেলোয়াড় এলিসাবেট্টা কোসিয়ারেট্টো। খেলার ফল তাঁর পক্ষে ৬-২, ৬-৩। পঞ্চম বাছাই চিনের ঝেংও হেরে গেলেন। তাঁকে ৭-৫, ৪-৬, ৬-১ ব্যবধানে হারালেন চেচিয়ার অবাছাই খেলোয়াড় ক্যাটেরিনা সিনিকোভা।

Advertisement
আরও পড়ুন