French Open 2025

ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডে জোকোভিচ, লাল সুরকির কোর্টে জয়ের ‘সেঞ্চুরি’ থেকে এক কদম দূরে নোভাক

ফরাসি ওপেনে সহজ জয়ে চতুর্থ রাউন্ডে উঠলেন নোভাক জোকোভিচ। তৃতীয় রাউন্ডে অস্ট্রিয়ার ফিলিপ মিসোলিচকে স্ট্রেট সেটে হারালেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ জুন ২০২৫ ০৩:১১
sports

ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে হুঙ্কার নোভাক জোকোভিচের। ছবি: রয়টার্স।

ফরাসি ওপেনে ছন্দে রয়েছেন নোভাক জোকোভিচ। দ্বিতীয় রাউন্ডের পর তৃতীয় রাউন্ডও স্ট্রেট সেটে জিতলেন তিনি। বিশ্বের ১৫৩ নম্বর খেলোয়াড় অস্ট্রিয়ার ফিলিপ মিসোলিচকে সহজেই হারালেন নোভাক (৬-৩, ৬-৪, ৬-২)। মাত্র ২ ঘণ্টা ৯ মিনিটে ম্যাচ জিতে যান জোকোভিচ। এই জয়ের ফলে নিজেরই নজির ছুঁলেন তিনি।

Advertisement

ফরাসি ওপেনে নিজের ৯৯তম জয় পেলেন জোকোভিচ। অর্থাৎ, লাল সুরকির কোর্টে জয়ের ‘সেঞ্চুরি’ থেকে আর মাত্র এক কদম দূরে রয়েছেন তিনি। চতুর্থ রাউন্ডে গ্রেট ব্রিটেনের ক্যামেরন নরিকে হারাতে পারলেই রেকর্ড গড়বেন তিনি। নরির বিরুদ্ধেও জোকোভিচের রেকর্ড খুব ভাল। পাঁচ বারের সাক্ষাতে পাঁচ বারই জিতেছেন নোভাক। ফরাসি ওপেনে জোকোভিচের থেকে বেশি ম্যাচ এক জনই জিতেছেন। রাফায়েল নাদাল। ১১৬টা ম্যাচের মধ্যে ১১২টা জিতেছেন তিনি। হেরেছেন চারটে। ১৪টা ফরাসি ওপেন রয়েছে নাদালের ঝুলিতে।

ফরাসি ওপেনে ৯৯টা জয়ের পাশাপাশি ১৬টা ম্যাচ হেরেছেন জোকোভিচ। তিন বার এই গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন তিনি। ফরাসি ওপেনের পাশাপাশি অস্ট্রেলিয়ান ওপেনেও ৯৯টা ম্যাচ জিতেছেন জোকোভিচ। সেখানে তিনি হেরেছেন ১০টা ম্যাচ। কেরিয়ারে ২৪টা গ্র্যান্ড স্ল্যামের মধ্যে অস্ট্রেলিয়াতেই এসেছে ১০টা। উইম্বলডন ও ইউএস ওপেনেও খুব একটা পিছিয়ে নেই জোকোভিচ। উইম্বলডনে তাঁর জয়-হারের পরিসংখ্যান ৯৭-১০। ইউএস ওপেনে ৯০-১৪। কেরিয়ারে সাতটা উইম্বলডন ও চারটে ইউএস ওপেনও জিতেছেন সার্বিয়ার তারকা।

ফিলিপ শঁতিয়ে কোর্টে জোকোভিচের সামনে দাঁড়াতে পারেননি মিসোলিচ। নিজের সার্ভিস এক বারও খোয়াননি জোকোভিচ। উল্টে মিসোলিচের সার্ভিস চার বার ভাঙেন তিনি। জোকোভিচের অভিজ্ঞতার কাছে হার মানতে হয় মিসোলিচকে। এই জয়ের পর গত ১৬ বছরের প্রত্যেক বার ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডে উঠলেন জোকোভিচ।

গত বছর প্যারিস অলিম্পিক্সে সোনা জেতার পর থেকে একটাও গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি জোকোভিচ। নিজের ২৫তম গ্র্যান্ড স্ল্যামের লক্ষ্যে এগোচ্ছেন তিনি। এখনও পর্যন্ত ফরাসি ওপেনে একটাও সেট হারেননি তিনি। শীর্ষবাছাই ইয়ানিক সিনারের মতোই প্রতিপক্ষকে দাঁড় করিয়ে হারাচ্ছেন তিনি। যা পরিস্থিতি তাতে সেমিফাইনালে দেখা হতে পারে দুই তারকার। সেই লড়াইয়ের দিকে তাকিয়ে টেনিসদুনিয়া।

Advertisement
আরও পড়ুন