Surcharge on Income Tax

অতিধনীদের আয়করে অতিরিক্ত সারচার্জ? বাজেটের আগে কেন্দ্রকে ভেবে দেখার পরামর্শ

বাজেটে অতিধনীদের আয়করে সারচার্জ বৃদ্ধি অথবা সম্পদ কর ফিরিয়ে আনার কথা কেন্দ্রের ভাবা উচিত নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ০৯:৪৬
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

বিভিন্ন পরিসংখ্যানে উঠে আসছে, গত কয়েক বছরে একাধিক ধনী ব্যক্তি ভারত ছেড়ে বিদেশে থিতু হয়েছেন। যা নিয়ে রাজনৈতিক তরজাও বহাল। এই অবস্থায় বাজেটে অতিধনীদের আয়করে সারচার্জ বৃদ্ধি অথবা সম্পদ কর ফিরিয়ে আনার কথা কেন্দ্রের ভাবা উচিত নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। তাঁদের মতে, এতে ধনীদের দেশত্যাগ বাড়তে পারে। তাঁরা পাড়ি জমাতে পারেন কম আয়করের দেশে। উল্লেখ্য, ডলারের সাপেক্ষে স্থানীয় মুদ্রার দামের পতন, চড়া মূল্যবৃদ্ধি, মাথা তোলা বেকারত্ব এবং বহু মানুষের শ্লথ আয় বৃদ্ধির আবহে সারা বিশ্বেই ধনীদের উপর কর বাড়িয়ে তুলনায় গরিব বা মধ্যবিত্তকে কিছুটা ছাড় দেওয়ার দাবি উঠছে। ভারতেও আসন্ন বাজেটে তেমন কিছু করা হবে কি না, তাই নিয়ে চর্চা বিস্তর।

আরও পড়ুন