Mehwish Ali

ম্যাচ হেরে অশ্লীল আচরণ! বিতর্কে পাকিস্তানের কিশোরী স্কোয়াশ খেলোয়াড়

ম্যাচ হেরে প্রতিপক্ষ খেলোয়াড়ের উদ্দেশে অশ্লীল ইঙ্গিত পাকিস্তানের স্কোয়াশ খেলোয়াড় মেহবিশ আলির। এই আচরণের জন্য শাস্তি পেতে পারে কিশোরী খেলোয়াড়। প্রশ্নে পাক কর্তাদের ভূমিকাও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৫ ১৭:৫০
Picture of Mehwish Ali

মেহবিশ আলি। ছবি: এক্স (টুইটার)।

ম্যাচ হেরে অভব্যতা পাকিস্তানের স্কোয়াশ খেলোয়াড় মেহবিশ আলির। এশিয়ান জুনিয়র ইন্ডিভিজুয়াল চ্যাম্পিয়নশিপের প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচ হারার পর প্রতিপক্ষ খেলোয়াড়ের উদ্দেশে অশ্লীল ইঙ্গিত করে এই কিশোরী খেলোয়াড়। এই আচরণের জন্য শাস্তি পেতে পারে পাকিস্তানের অন্যতম সম্ভাবনাময় খেলোয়াড়।

Advertisement

বৃহস্পতিবার মেহবিশের প্রতিপক্ষ ছিল হংকংয়ের চুং ওয়াই এল। অনূর্ধ্ব-১৭ পর্যায়ের এই ম্যাচে সরাসরি গেমে হেরে গিয়েছে মেহবিশ। ম্যাচের ফল চুংয়ের অনুকূলে ১৩-১১, ১১-৫, ১৩-১১, ১১-৪। পাকিস্তানের খেলোয়াড়কে প্রথম থেকেই চাপে রেখেছিল চুং। বিশেষ সুবিধা করতে পারেনি মেহবিশ। প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়ার পর চুংয়ের উদ্দেশে অশ্লীল ইঙ্গিত (মধ্যমা প্রদর্শন) করে মেহবিশ। তার এই আচরণে বিস্মিত হংকং দল সরকারি ভাবে অভিযোগ জানিয়েছে কর্তৃপক্ষের সঙ্গে। দর্শকেরাও পাকিস্তানি খেলোয়াড়ের তীব্র সমালোচনা করেছেন। মেহবিশের বিতর্কিত আচরণের ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

কোর্টে অশ্লীল আচরণের জন্য পাকিস্তানের কিশোরী খেলোয়াড়কে শাস্তি পেতে হতে পারে। মেহবিশের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। প্রতিযোগিতা কর্তৃপক্ষ জানিয়েছেন, এই ঘটনা অপ্রত্যাশিত এবং সমর্থনযোগ্য নয়। নিয়ম অনুযায়ী, উপযুক্ত পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে। প্রশ্ন তোলা হয়েছে পাকিস্তানের স্কোয়াশ সংস্থার ভূমিকা নিয়েও।

পাকিস্তানের জুনিয়র খেলোয়াড়দের অভব্য আচরণ এই প্রথম নয়। অনূর্ধ্ব-১৬ ডেভিস কাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের এক জুনিয়র টেনিস খেলোয়াড় করমর্দন (হ্যান্ডশেক) করতে অস্বীকার করে। সেই ঘটনারও তীব্র সমালোচনা হয় ক্রীড়া মহলে।

Advertisement
আরও পড়ুন