Sachin Tendulkar

Sachin Tendulkar: সচিনের নতুন অতিথি ‘স্পাইক’কে চেনেন?

স্পাইককে নিয়ে ব্যস্ত থাকলেও অলিম্পিক্সে ভারতের খেলা নিয়মিত দেখছেন সচিন।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ জুলাই ২০২১ ২১:১৮
সচিন তেন্ডুলকর

সচিন তেন্ডুলকর ইনস্টাগ্রাম

সচিন তেন্ডুলকরের বাড়িতে এল নতুন অতিথি। তাঁর পোষ্য কুকুরছানা। নাম স্পাইক। নতুন অতিথির সঙ্গে সকলকে নেটমাধ্যমে আলাপ করিয়ে দিলেন কিংবদন্তি এই ক্রিকেটার।

নতুন অতিথির ছবি টুইটারে পোস্ট করে সচিন লেখেন, ‘এটি আমার নতুন পার্টনার। নেটমাধ্যমে অভিষেক হল ওর। সকলকে হাই বলছে ও।’ কালো রঙের কুকুরছানাকে নিয়ে আদর করছেন সচিন আর ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে ছোট্ট স্পাইক। এই ছবি নেটমাধ্যমে ভাইরাল হয়।

Advertisement

স্পাইককে নিয়ে ব্যস্ত থাকলেও অলিম্পিক্সে ভারতের খেলা নিয়মিত দেখছেন সচিন। কিছু দিন আগেই ভারতের ক্রীড়াবিদদের উৎসাহ দিতে বার্তা দিয়েছিলেন তিনি। সচিন বলেছিলেন, ‘খেলায় হার-জিত আছে এমনটা অনেকেই বলেন। তবে আমি বলব, হারবে বিপক্ষ, জিতবে তুমি। পদকের জন্য ঝাঁপাও। তোমাদের গলায় ঝুলুক পদক। দেশের পতাকা উঠুক আরও উঁচুতে।’

ভারতের হয়ে এখনও একমাত্র পদক জিতেছেন মীরাবাই চানু। মহিলাদের ৪৯ কেজি ভারোত্তোলনে রুপো জেতেন তিনি।

Advertisement
আরও পড়ুন