Bangladesh

Bangladesh: সৌম্য সরকারের ব্যাটে‌ বলে টি২০ সিরিজ জয় বাংলাদেশের

ব্যাটে, বলে সৌম্য সরকারের পারফরমান্সের সামনে দাঁড়াতেই পারল না জিম্বাবোয়ে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ জুলাই ২০২১ ১০:৫৯
ব্যাটে, বলে সৌম্য সরকারের পারফরমান্সের সামনে দাঁড়াতেই পারল না জিম্বাবোয়ে।

ব্যাটে, বলে সৌম্য সরকারের পারফরমান্সের সামনে দাঁড়াতেই পারল না জিম্বাবোয়ে। ছবি: টুইটার থেকে

টি২০ বিশ্বকাপের আগে ছন্দে বাংলাদেশ। জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ জিতে নিল তারা। ব্যাটে, বলে সৌম্য সরকারের পারফরমান্সের সামনে দাঁড়াতেই পারল না জিম্বাবোয়ে। একদিনের সিরিজের পর টি২০ সিরিজেও হার তাদের।

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল জিম্বাবোয়ে। বাংলাদেশের বোলারদের ঘুম ছুটিয়ে দিয়েছিলেন ওয়েসলি মেধেভেরে, রেগিস চাকাভারা। ২০ ওভারে ১৯৩ রান করেন তাঁরা। তবে তিন ওভার বল করে ২ উইকেট নেন সৌম্য।

বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও ঝড় তোলেন সৌম্য। ৪৯ বলে ৬৮ রান করে বাংলাদেশের ইনিংসের শুরুটা দারুণ করেছিলেন তিনি। সেটাই এগিয়ে নিয়ে গেলেন শাকিব আল হাসান, মাহমুদুল্লাহরা। ৪ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।

Advertisement

এ বার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবেন শাকিবরা। সেই সিরিজে তাঁদের পারফরমান্স বুঝিয়ে দেবে টি২০ বিশ্বকাপের আগে কতটা প্রস্তুত তাঁরা।

Advertisement
আরও পড়ুন