Armand Duplantis

১১ বার ভাঙলেন নিজেরই বিশ্বরেকর্ড! নতুন কীর্তি সুইডেনের পোল ভল্টার ডুপ্লান্টিসের

২০২০ সালে ৬.১৬ মিটার উচ্চতা অতিক্রম করে প্রথম বার বিশ্বরেকর্ড করেছিলেন ডুপ্লান্টিস। তার পর প্রতি বার ১ সেন্টিমিটার করে উচ্চতা বৃদ্ধি করে নতুন নজির গড়েছেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০১ মার্চ ২০২৫ ১৭:৪৮
Picture of Armand Duplantis

আর্মান্ড ডুপ্লান্টিস। ছবি: এক্স (টুইটার)।

আরও এক বার নিজের রেকর্ড ভাঙলেন সুইডেনের পোল ভল্টার আর্মান্ড ডুপ্লান্টিস। এই নিয়ে ১১ বার নিজের বিশ্বরেকর্ড নিজেই ভাঙলেন তিনি। এ বার তিনি অতিক্রম করেছেন ৬.২৭ মিটার উচ্চতা।

Advertisement

ফ্রান্সে আয়োজিত অলস্টার পোল ভল্ট ইভেন্টে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন ডুপ্লান্টিস। ৬.০৭ মিটার উচ্চতা অতিক্রম করে সোনা নিশ্চিত করে ফেলেন তিনি। পরে নতুন বিশ্বরেকর্ড গড়ার চেষ্টা করেন। প্রথম চেষ্টাতেই ৬.২৭ মিটার উচ্চতা টপকে যান তিনি। এর আগে গত বছর অগস্টে ডায়মন্ড লিগে ৬.২৬ মিটার অতিক্রম করে বিশ্বরেকর্ড গড়েছিলেন সুইডেনের অ্যাথলিট।

১১তম বিশ্বরেকর্ড গড়ে উচ্ছ্বসিত ডুপ্লান্টিস বলেছেন, ‘‘সত্যি বলতে দারুণ লাগছে। এখানে এসেছিলাম নতুন লক্ষ্য নিয়ে। লক্ষ্যপূরণ করতে পেরে খুব ভাল লাগছে। দৌড়ের শুরুতেই ছন্দ পেয়ে গিয়েছিলাম। নতুন রেকর্ড গড়তে সেটা অনেকটা সাহায্য করেছে।’’ তিনি আরও বলেছেন, ‘‘অনেক সময় সহজে হয়ে যায়। আবার অনেক সময় বেশ কঠিন মনে হয়। ফলাফল যাই হোক প্রচুর পরিশ্রম করতে হয় সব ক্ষেত্রেই। খেলার মাঠে ভাল দিন যেমন থাকে তেমন খারাপ দিনও থাকে। সাফল্য এবং ব্যর্থতা মেনে নিয়েই এগোতে হয়। রেকর্ড করলে সব সময় ভাল লাগে। এ বার আরও বেশি ভাল লাগছে।’’

২০২০ সালে ৬.১৬ মিটার উচ্চতা অতিক্রম করে প্রথম বার বিশ্বরেকর্ড করেছিলেন ডুপ্লান্টিস। তার পর প্রতি বার ১ সেন্টিমিটার করে উচ্চতা বৃদ্ধি করে নতুন নজির গড়েছেন তিনি।

Advertisement
আরও পড়ুন