Tanvi Sharma

ভারতের ব‍্যাডমিন্টনে ইতিহাস! জুনিয়র বিশ্ব চ‍্যাম্পিয়নশিপে পদক নিশ্চিত ১৬ বছরের তনভির

জুনিয়র বিশ্ব ব‍্যাডমিন্টনে গত ১৭ বছরে প্রথম ভারতীয় হিসাবে পদক নিশ্চিত করল তনভি। ১৬ বছরের এই ব্যাডমিন্টন খেলোয়াড় পিছিয়ে পড়েও সেমিফাইনালে উঠেছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ০০:৫৭
ইতিহাস ভারতের তনভি শর্মার।

ইতিহাস ভারতের তনভি শর্মার। —ফাইল চিত্র।

বিশ্ব ব্যাডমিন্টনে ইতিহাস ভারতের তনভি শর্মার। জুনিয়র বিশ্ব ব‍্যাডমিন্টনে গত ১৭ বছরে প্রথম ভারতীয় হিসাবে পদক নিশ্চিত করল তনভি।

Advertisement

১৬ বছরের এই ব্যাডমিন্টন খেলোয়াড় পিছিয়ে পড়েও সেমিফাইনালে উঠেছে। ফলে তনভির ইতিহাস রচনার পর্ব এখনও শেষ হয়ে যায়নি। নিশ্চিত ব্রোঞ্জ পদক সোনা বা রুপোয় পরিবর্তিত হতেই পারে।

গুয়াহাটির ন‍্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্সে তনভি জাপানের সাকি মাতসুমোতোকে ১৩-১৫, ১৫-৯, ১৫-১০ ফলে হারায়। ৪৭ মিনিটের কোয়ার্টার ফাইনালে তনভির ক্রস কোর্ট স্লাইস ছিল দেখার মতো। মাথা ঠান্ডা রেখে ম্যাচ বের করে সে।

শেষ ভারতীয় হিসাবে বিশ্ব জুনিয়র ব্যাডমিন্টনে ভারতীয়দের মধ্যে পদক জেতার নজির রয়েছে সাইনা নেওহালের। ২০০৮ সালে ব্রোঞ্জ জিতেছিলেন সাইনা। ২০০৬ সালে রুপোও জিতেছিলেন তিনি। বিশ্ব জুনিয়র ব্যাডমিন্টনে ভারতীয়দের মধ্যে পদক জেতার নজির রয়েছে অপর্ণা পোপাটের। ১৯৯৬ সালে রুপো জিতেছিলেন অপর্ণা। এবার তৃতীয় ভারতীয় হিসেবে পদক নিশ্চিত করল তনভি।

শীর্ষ বাছাই তনভি ম্যাচের পর বলে, “মাতসুমোতোর বিরুদ্ধে ম্যাচটা কঠিন ছিল। ও খেলাটা মন্থর করে দিচ্ছিল। আমি জানতাম আমাকে আক্রমণাত্মক খেলতে হবে। পদক নিশ্চিত করতে পেরে আমি খুশি।”

সেমিফাইনালে তনভিকে খেলতে হবে চিনের লিউ সি ইয়ার বিরুদ্ধে। কোর্য়াটার ফাইনালে ইয়া শ্রীলঙ্কার রনিথমা লিয়ানাগেকে ১৫-৯, ১৫-৬ গেমে হারায়।

Advertisement
আরও পড়ুন