French Open 2025 Final

‘খেলা দেখার ইচ্ছাই ছিল না’, ফরাসি ওপেনে আলকারাজ়-সিনার ফাইনাল কেন দেখতে চাননি জোকোভিচ?

ফরাসি ওপেনের ফাইনালে খেলেছিলেন কার্লোস আলকারাজ এবং ইয়ানিক সিনার। তাঁদের সেই ম্যাচ দেখার ইচ্ছা ছিল না জোকোভিচের। কেন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ জুন ২০২৫ ১৬:৩৮
Novak Djokovic

নোভাক জোকোভিচ। —ফাইল চিত্র।

ফরাসি ওপেনের ফাইনাল দেখতেই চাননি নোভাক জোকোভিচ। ফাইনালে উঠতে পারেননি তিনি। ফাইনালে খেলেছিলেন কার্লোস আলকারাজ় এবং ইয়ানিক সিনার। তাঁদের খেলা দেখার ইচ্ছা ছিল না জোকোভিচের। কেন?

Advertisement

এ বারের ফরাসি ওপেনের সেমিফাইনালে জোকোভিচ হেরে যান সিনারের কাছে। ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয় অধরাই থেকে যায় সে বার। উইম্বলডনে আবার সেই লক্ষ্যে নামবেন জোকোভিচ। তার আগে তিনি বলেন, “আমি সে দিন বাড়িতেই ছিলাম। আমার স্ত্রী ফাইনাল দেখতে চেয়েছিল টিভিতে। কিন্তু আমার কোনও ইচ্ছা ছিল না। ম্যাচের শুরুর দিকে আমরা মধ্যাহ্নভোজে গিয়েছিলাম। বাড়ি ফিরে খেলার বাকি অংশ দেখি। দু’জনকেই বিরাট কৃতিত্ব দিতে হবে ফাইনালে ওঠার জন্য। ওটা অবশ্যই অন্যতম ঐতিহাসিক ম্যাচ।” নিজে খেলেননি বলেই ফরাসি ওপেনের ফাইনাল দেখার ইচ্ছা ছিল না জোকোভিচের।

ফাইনালে পাঁচ সেটের লড়াই শেষে ট্রফি জিতে নেন আলকারাজ়। ৫ ঘণ্টা ২৯ মিনিট ধরে চলে ফাইনাল। স্পেনের টেনিস খেলোয়াড় জেতেন ৪-৬, ৬-৭(৪), ৬-৪, ৭-৬(৩), ৭-৬(১০-২) গেমে। অন্য দিকে, ২০২৩ সালে ইউএস ওপেন জেতার পর থেকে আর কোনও গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি জোকোভিচ।

Advertisement
আরও পড়ুন