Rafael Nadal

১ কোটি ৩৪ লক্ষ ৫২ হাজার টাকা! নাদালের প্রিয় র‌্যাকেটের দাম উঠল নিলামে

গ্র্যান্ড স্ল্যাম জেতার মুহূর্তে হাতে যে র‌্যাকেটগুলি ছিল, সেগুলি সাধারণত হাতছাড়া করেন না নাদাল। কোনও ফাইনালে একাধিক র‌্যাকেট ব্যবহার করে থাকলে, একটি দিয়ে দেন অনেক সময়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ জুন ২০২৫ ১৭:৩৬
picture of Rafael Nadal

রাফায়েল নাদাল। ছবি: এক্স (টুইটার)।

রেকর্ড মূল্যে বিক্রি হল রাফায়েল নাদালের একটি র‌্যাকেট। ২০১৭ সালে যে র‌্যাকেট নিয়ে খেলে ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন রাফা, সেটি নিলামে তোলা হয়েছিল। সুইৎজারল্যান্ডের স্ট্যানিসলাস ওয়ারিঙ্কাকে ৬-২, ৬-৩, ৬-১ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন নাদাল।

Advertisement

নাদালের প্রিয় র‌্যাকেটটি তোলা হয়েছিল প্রেস্টিজ মেমোরাবিলিয়া নিলামে। ভাল দাম পাওয়ার আশা ছিল প্রথম থেকে। তবে প্রত্যাশাকে ছাপিয়ে গিয়েছে ২২ বার গ্র্যান্ড স্ল্যামজয়ীর র‌্যাকেটটির দাম। দাম উঠেছে ১ লক্ষ ৫৭ হাজার ৩৩৩ ডলারেরও বেশি। ভারতীয় মূল্যে দাম উঠেছে প্রায় ১ কোটি ৩৪ লক্ষ ৫২ হাজার টাকা।

কেন এত দাম উঠল র‌্যাকেটটির। এক নিলাম বিশেষজ্ঞ বলেছেন, ‘‘গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে নাদালের ব্যবহৃত র‌্যাকেট পাওয়া কঠিন। বিশেষ করে ফরাসি ওপেন ফাইনাল খেলা র‌্যাকেট পাওয়াই যায় না। সে জন্যই নাদালের এই র‌্যাকেটটির এত দাম উঠেছে।’’

গ্র্যান্ড স্ল্যাম জেতার মুহূর্তে হাতে যে র‌্যাকেটগুলি ছিল, সেগুলি সাধারণত হাতছাড়া করেন না নাদাল। কোনও ফাইনালে একাধিক র‌্যাকেট ব্যবহার করে থাকলে, একটি দিয়ে দেন অনেক সময়। নিলামে ওঠা র‌্যাকেটটি অবশ্য তেমন নয়। এই র‌্যাকেট নিয়েই ২০১৭ সালের গোটা ফাইনাল খেলেছিলেন বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস খেলোয়াড়। তাঁর র‌্যাকেটটি নিয়ে সংগ্রাহকদের আগ্রহও ছিল চোখে পড়ার মতো।

Advertisement
আরও পড়ুন