Venus Williams

৪৫ বছরে বিয়ের পিঁড়িতে ভিনাস, টেনিস তারকার জীবনসঙ্গী ইটালির অভিনেতা, শুভেচ্ছাবার্তা সেরিনার

ভিনাস উইলিয়ামসের বিয়ের মূল অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন শুধু দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা। বিয়ে নিয়ে বেশি হইচই করতে চাননি বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস খেলোয়াড়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ১৪:০০
Picture of Venus Williams

(বাঁ দিকে) ভিনাস উইলিয়ামস এবং আন্দ্রেয়া প্রেটি (ডান দিকে)। বিয়ের অনুষ্ঠানে। ছবি: এক্স।

বিয়ে সেরে ফেললেন ভিনাস উইলিয়ামস। ৪৫ বছরের টেনিস খেলোয়াড় বিয়ে করলেন ইটালির অভিনেতা-প্রযোজক আন্দ্রেয়া প্রেটিকে। গত ১৮ সেপ্টেম্বর ইটালির ইস্কিয়ায় গোপন পারিবারিক অনুষ্ঠানে দু’জনের বাগ্‌দান হয়। ফ্লোরিডার পাম বিচে বিয়ে করলেন তাঁরা। দিদিকে নতুন জীবনের জন্য সমাজমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন সেরিনা উইলিয়ামস।

Advertisement

সাতটি গ্র্যান্ড স্ল্যামজয়ীর সঙ্গে আন্দ্রেয়ার বিয়ের মূল অনুষ্ঠানেও আমন্ত্রিত ছিলেন শুধু দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা। বিয়ে নিয়ে বেশি হইচই করতে চাননি বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস খেলোয়াড়। সেরিনা সমাজমাধ্যমে শুভেচ্ছাবার্তা পোস্ট করার পর সকলে বিষয়টি জেনেছেন। শুভেচ্ছাবার্তায় সেরিনা লিখেছেন, ‘‘আমার বোনের সঙ্গী। ভিনাস, কী ভাবে শুরু করব! বাড়ির উঠোনের কোর্ট থেকে শুরু করে বিশ্বের সবচেয়ে বড় মঞ্চ পর্যন্ত তুমি সব সময় অনুপ্রেরণা, শক্তি। যে কোনও ট্রফির থেকেও বড় তোমার হৃদয়। ভালবাসা ঘেরা এই পরবর্তী অধ্যায়ে তোমাকে পা রাখতে দেখে মনে হচ্ছে, সূর্যোদয় দেখছি। স্থির, শক্তিশালী এবং প্রতিশ্রুতিতে পূর্ণ।’’

সেরিনা আরও লিখেছেন, ‘‘তুমি আমার সেরা বন্ধু। আমার রক্ষক। আমার শিক্ষক। সব সময় নির্দিষ্ট লক্ষ্যে এগোনোর পরামর্শ দিয়েছ। তোমাকে এত খুশি, উজ্জ্বল এবং পরিপূর্ণ ভাবে দেখাই আমার কাছে সবকিছু। ভালবাসা, অংশীদারিত্ব, আনন্দ— প্রতি দিন একে অপরকে বেছে নেওয়া আজীবনের জন্য। শুধু আজ নয়, সব সময় তোমার পাশে থাকতে পেরে আমিও গর্বিত।’’ সেরিনা নিজের পোস্টে দিদির সঙ্গে বিয়ের পোশাকে ছবিও দিয়েছেন।

পেশাদার টেনিস ছাড়াও অলিম্পিক্সেও ভিনাস দারুণ সফল। পাঁচটি অলিম্পিক্সে আমেরিকার প্রতিনিধিত্ব করেছেন। চারটি সোনা এবং একটি রুপোর পদক রয়েছে তাঁর।

Advertisement
আরও পড়ুন