Tokyo World Championships

রিলেতে দাপটে সোনা লাইলস, শাকারিদের

শাকারি যখন ব্যাটন হাতে পান তখন আমেরিকা পিছিয়ে আছে জামাইকার চেয়ে .০১ সেকেন্ড। কিন্তু তা কমিয়ে এনে তিনি শেষ করেন .০৪ ব্যবধানে। সব মিলিয়ে আমেরিকার মহিলা দল সময় নেয় ৪১.৭৫ সেকেন্ড।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫ ০৬:৫২
উৎসব: সোনা জয়ী আমেরিকার পুরুষ ও মহিলা দল।

উৎসব: সোনা জয়ী আমেরিকার পুরুষ ও মহিলা দল। ছবি: গেটি ইমেজেস।

বৃষ্টিস্নাত টোকিয়ো বিশ্বচ্যাম্পিয়নশিপে রবিবার একশো মিটার রিলেতে পুরুষ ও মহিলা দুই বিভাগেই দাপট দেখাল আমেরিকা। প্রধান ভূমিকা নিলেন তাদের দুই তারকা নোয়া লাইলস এবং শাকারি রিচার্ডসন। দু’জনেই ছিলেন শেষ ল্যাপের দায়িত্বে।

শাকারি যখন ব্যাটন হাতে পান তখন আমেরিকা পিছিয়ে আছে জামাইকার চেয়ে .০১ সেকেন্ড। কিন্তু তা কমিয়ে এনে তিনি শেষ করেন .০৪ ব্যবধানে। সব মিলিয়ে আমেরিকার মহিলা দল সময় নেয় ৪১.৭৫ সেকেন্ড। শাকারি এই সাফল্যে তাঁর সতীর্থ মেলিসা-জেফারসন উডেনকে তুলে দিলেন এ বারের বিশ্ব চ্যাম্পিয়নশিপের তৃতীয় সোনা। এর আগে তিনি ১০০ ও ২০০ মিটারে সোনা জিতেছেন। এ ছাড়া মার্কিন মহিলা দলের বাকি দুই সদস্য ছিলেন টোয়ানিশা টেরি এবং কাইলা হোয়াইট।

পাশাপাশি সোনাজয়ী মার্কিন পুরুষ দলে লাইলস ছাড়া বাকি তিন সদস্য ছিলেন ক্রিশ্চিয়ান কোলম্যান, কেনেথ বেডনারেক ও কোর্টনি লিন্ডসে। তাঁরা সোনা জিততে সময় নেন ৩৭.২৯ সেকেন্ড। লাইলস এর আগেই ২০০ মিটারে সোনা জিতেছেন। মেয়েদের রিলেতে রুপো জেতে জামাইকা। দলে ছিলেন ৩৮ বছর বয়সি শেলি অ্যান ফ্রেজ়ার প্রাইস। যা তাঁর বিশ্বচ্যাম্পিয়নশিপে ১৭ নম্বর পদক। এ বছরই তিনি অবসর নেওয়ার কথাও জানিয়েছেন। তবে পুরুষদের রিলেতে ফাইনালে উঠতে পারেনি জামাইকা। এ দিন মেয়েদের ৪০০ মিটার রিলে এবং পুরুষদের ৫০০০ মিটারেও (কোল হকার) সোনা পায় আমেরিকা।

আরও পড়ুন