গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
আজ ছোটদের এশিয়া কাপে মহারণ। ফাইনালে মুখোমুখি ভারত ও পাকিস্তান। গ্রুপ পর্বে পাকিস্তানকে ৯০ রানে উড়িয়ে দিয়েছিল ভারত। ফাইনালেও কি জিতবে বৈভব সূর্যবংশীরা? নজর থাকবে বাঙালি অভিজ্ঞান কুন্ডুর দিকেও। বড়দের এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল সূর্যকুমার যাদবের ভারত। দাদাদের পর ভাইরাও কি এশিয়া সেরা হতে পারবে? দাদারা এখনও ট্রফি পাননি। ফাইনালের দিন পুরস্কার বিতরণের মঞ্চে হয়েছিল বিস্তর নাটক। ছোটদের ফাইনালে কী হবে? খেলা সকাল সাড়ে ১০টা থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।
গত কাল দুপুরে বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজ়ায় শেষকৃত্যের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাধিস্থ করা হয়েছে নিহত ছাত্রনেতা ওসমান হাদিকে। শনিবার বিকেলে শাহবাগ চত্বরে জমায়েতের ডাক দেওয়া হয়েছিল। বিক্ষোভস্থল থেকেই হাদির খুনিদের গ্রেফতারি নিয়ে তদন্তের অগ্রগতি জানতে চেয়ে মুহাম্মদ ইউনূসের সরকারকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে তাঁর দল ইনকিলাব মঞ্চ। ময়মনসিংহে যুবককে পিটিয়ে খুন এবং দেহ জ্বালিয়ে দেওয়ার ঘটনায় সাত জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য দিকে, পুড়ে যাওয়া দফতর থেকেই গত কাল প্রকাশিত হয়েছে ‘প্রথম আলো’ এবং ‘ডেলি স্টার’। বৃহস্পতিবার রাতে দু’টি সংবাদপত্রের দফতরেই তাণ্ডব চালিয়েছিল উন্মত্ত জনতা। এখনও সেই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। তবে তদন্ত চলছে। এ বার বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে এগোয়, আজ এই সংক্রান্ত খবরে নজর থাকবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল ঘোষণা হয়ে গিয়েছে। দল ঘোষণা হতেই উঠতে শুরু করেছে প্রশ্ন। কেন বাদ পড়তে হল শুভমন গিলকে? তার জবাব দিয়েছেন প্রধান নির্বাচক অজিত আগরকর। যে ১৫ জনের দল ঘোষণা হয়েছে, তার মধ্যে থেকে কোন ১১ জন সুযোগ পেতে পারেন প্রথম দলে? বিশ্বকাপের দল নির্বাচনের সব খবর।
আজই হয়ে যেতে পারে অ্যাশেজ়ের ফয়সালা। প্রথম দু’টি টেস্টে জেতা অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট জিততে দরকার আর ৪ উইকেট। ইংল্যান্ডকে ঘুরে দাঁড়াতে হলে আরও ২২৮ রান করতে হবে। এই টেস্ট জিতে গেলে দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ় জিতে যাবে অস্ট্রেলিয়া। আজ শেষ দিনের খেলা শুরু ভোর ৫টা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
বিশ্বকাপ জেতার পর আজ প্রথম নামছেন ভারতের মেয়েরা। হরমনপ্রীত কৌরের দলের দ্বিপাক্ষিক সিরিজ় শ্রীলঙ্কার সঙ্গে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে মুখোমুখি হবে দুই দল। বিয়ে ভেঙে যাওয়ার যন্ত্রণা কাটিয়ে স্মৃতি মন্ধানাও এই প্রথম খেলতে নামবেন। বিশাখাপত্তনমে প্রথম ম্যাচ সন্ধ্যা ৭টা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
পশ্চিমবঙ্গের ভোটারদের খসড়া তালিকা ইতিমধ্যে প্রকাশ করে দিয়েছে কমিশন। এখন শুরু হয়েছে শুনানি প্রক্রিয়া। যে ভোটারদের তথ্য নিয়ে কমিশন পুরোপুরি নিশ্চিত নয়, তাঁদের শুনানির জন্য নোটিস পাঠানো শুরু করেছে কমিশন। এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।
হাওয়া অফিস বলছে, আগামী চার দিন রাজ্যে তাপমাত্রার কোনও হেরফের হবে না। তার পরের তিন দিন ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস নামবে পারদ। আপাতত রাজ্যের কোথাও ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে কুয়াশাও কিছুটা কমবে। আজ সেই নিয়ে কোনও সতর্কতা নেই কোনও জেলায়। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে কুয়াশার পূর্বাভাস রয়েছে। দৃশ্যমানতা ৯৯৯ থেকে ২০০ মিটারে নামতে পারে। তবে সতর্কতা জারি করার মতো পরিস্থিতি নেই।