Indian Hockey Team

Tokyo Olympics: সাত গোল হজমের পর হকিতে স্পেনকে হারিয়ে ঘুরে দাঁড়াল ভারত

প্রথম ১৫ মিনিটেই ২ গোলে এগিয়ে যায় ভারত। শুরু থেকেই একের পর এক পেনাল্টি কর্নার আদায় করে নেয় তারা।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ জুলাই ২০২১ ১০:১২
স্পেনকে হারিয়ে জয় পেল ভারত

স্পেনকে হারিয়ে জয় পেল ভারত টুইটার

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের পর স্পেনের বিরুদ্ধে ঘুরে দাঁড়াল ভারতের হকি দল। ৩-০ গোলে স্পেনকে হারাল ভারতের ছেলেরা। অলিম্পিক্সে টিকে থাকতে এই ম্যাচে জিততেই হত তাদের। আর সেটাই করে দেখাল ভারতীয় দল।

প্রথম ১৫ মিনিটেই দুই গোলে এগিয়ে যায় ভারত। শুরু থেকেই একের পর এক পেনাল্টি কর্নার আদায় করে নেয় তারা। চতুর্থ পেনাল্টি কর্নার থেকে গোল করেন রুপিন্দরপাল সিংহ। শেষ কোয়ার্টারে আরও একটি গোল পান রুপিন্দর। ভারতের হয়ে ১৪ মিনিটে আরও একটি গোল করেন সিমরনজিৎ সিংহ।

Advertisement

প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে হারালেও দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১-৭ গোলে হারতে হয় ভারতকে। ফের তৃতীয় ম্যাচে জয় পেল তারা।

এই জয়ের ফলে তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে পুল ‘এ’-র দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।

Advertisement
আরও পড়ুন