Asian Aquatic Championships 2025

এশিয়ান অ্যাকোয়াটিক প্রতিযোগিতার জন্য ভারতের প্রস্তুতি শিবির শুরু, দলে দুই বাঙালি সাঁতারু

এশিয়ান অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুতি শিবির শুরু হচ্ছে ভারতের। সেই শিবিরে জায়গা পেয়েছেন পশ্চিমবঙ্গের দুই মহিলা সাঁতারু।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২২ অগস্ট ২০২৫ ১৬:০৬
sports

সৌবৃতি মন্ডল। ছবি: ইনস্টাগ্রাম।

আগামী মাসে এশিয়ান অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপ। তার জন্য প্রস্তুতি শিবির শুরু হতে চলেছে ভারতের। সেই শিবিরে জায়গা পেয়েছেন পশ্চিমবঙ্গের দুই মহিলা সাঁতারু। পুরুষ ও মহিলা মিলিয়ে ৪৪ জন সাঁতারুকে ডাকা হয়েছে শিবিরে। সেই ৪৪ জনের মধ্যে দু’জন বাঙালি।

Advertisement

ভারতের জাতীয় সাঁতার সংস্থা এক বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে জানানো হয়েছে, ২৮ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত এশিয়ান অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপ হবে। তার জন্য ২৬ অগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত হবে প্রস্তুতি শিবির। গুজরাতের অহমদাবাদে ‘বীর সাভারকর স্পোর্টস কমপ্লেক্স’-এ হবে শিবির। সেখানেই সাঁতারুদের থাকার ব্যবস্থা করা হয়েছে। অহমদাবাদেই হবে এশিয়ান অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপ। এই প্রথম বার ভারতে এই প্রতিযোগিতা হচ্ছে।

পুরুষদের ২২ ও মহিলাদের ২২ জনের নাম রয়েছে তালিকায়। সেখানে মহিলাদের তালিকায় রয়েছেন স্নিগ্ধা ঘোষ ও সৌবৃতি মন্ডল। দু’জনেই বাংলার সেরা সাঁতারু। এর আগে জাতীয় স্তরে পদক জিতেছেন তাঁরা। তাই তাঁদের উপর আশা রয়েছে বাংলার সাঁতার সংস্থার।

২৫ অগস্ট সকল সাঁতারুকে শিবিরে যোগ দিতে বলা হয়েছে। দেরি করলে বা শিবিরে যোগ না দিলে সেই সাঁতারুর নাম তালিকা থেকে বাদ পড়বে বলে জানানো হয়েছে। সাঁতারুদের নিজস্ব সরঞ্জাম সঙ্গে করে আনতে বলেছে ফেডারেশন। শিবিরে যাওয়ার জন্য ট্রেনের টিকিট প্রাথমিক ভাবে সাঁতারুদের কাটতে হবে। পরে সেই টাকা তাঁদের দিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে ফেডারেশন।

Advertisement
আরও পড়ুন