Virat Kohli

Virat Kohli: এক আঙুলের ওপর ব্যাট! বিরাট, অনুষ্কার এমন ‘টকাটক’ দেখেছেন?

কোহলীর সঙ্গে পাল্লা দিয়ে ব্যাট হাতে লড়াই করে অনুষ্কা যে বেশ আনন্দ পেয়েছেন, তা বোঝা যাচ্ছে ভিডিয়োতে

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ জুলাই ২০২১ ১৫:৩০
পোস্টটিতে অনুষ্কা লিখেছেন, ‘বিরাটের সঙ্গে টকাটক ব্যাট বালেন্স করার এই খেলা দারুণ উপভোগ করলাম।’

পোস্টটিতে অনুষ্কা লিখেছেন, ‘বিরাটের সঙ্গে টকাটক ব্যাট বালেন্স করার এই খেলা দারুণ উপভোগ করলাম।’ ছবি: ইনস্টাগ্রাম থেকে

এক আঙুলের ওপর ব্যাট রেখে ব্যালেন্স করছেন বিরাট কোহলী এবং অনুষ্কা শর্মা। অভিনেত্রীর ইনস্টাগ্রামে এমনই একটি ভিডিয়ো। সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় সেই পোস্টটি।

ভিডিয়োতে দেখা যাচ্ছে এক পাশে সাদা জামা পরে কোহলী আঙুলের ওপর ব্যাট নিয়ে ব্যালেন্স করছেন, অন্য দিকে ঘরের মধ্যে কালো রঙের একটা ব্যাট নিয়ে ব্যালেন্স করছেন অনুষ্কা। বলছেন, “দেখো বিরাট, কী রকম ব্যালেন্স করছি। একদম টকাটক।”

Advertisement

পোস্টটিতে অনুষ্কা লিখেছেন, ‘বিরাটের সঙ্গে টকাটক ব্যাট বালেন্স করার এই খেলা দারুণ উপভোগ করলাম।’

একটি সংস্থার প্রচারের জন্য এই চ্যালেঞ্জ নিয়েছেন কোহলী এবং অনুষ্কা। অন্যদেরও উৎসাহ দিয়েছেন এই কাজ করার জন্য।

কোহলীর সঙ্গে পাল্লা দিয়ে ব্যাট হাতে লড়াই করে অনুষ্কা যে বেশ আনন্দ পেয়েছেন, তা বোঝা যাচ্ছে ভিডিয়োতে।

এই মুহূর্তে ইংল্যান্ডে ছুটি কাটাচ্ছে ভারতীয় দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে হারের পর ২০ দিনের জন্য জৈব সুরক্ষা বলয়ের বাইরে থাকার অনুমতি পেয়েছেন কোহলীরা। ১৫ জুলাই ফের সুরক্ষা বলয়ে ঢুকবেন তাঁরা।

৪ অগস্ট থেকে শুরু হতে চলেছে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। ৫ ম্যাচের সিরিজ খেলবেন কোহলীরা। তার আগে দুটো অনুশীলন ম্যাচও খেলবে ভারতীয় দল।

Advertisement
আরও পড়ুন