Gemini-3 in Jio

জেমিনির নতুন সংস্করণ বাজারে আনল গুগ্‌ল, এ দেশের কারা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন ওই কৃত্রিম মেধা প্রযুক্তি?

কৃত্রিম মেধা বা এআই প্রযুক্তি জেমিনির নতুন সংস্করণকে এ বার বাজারে আনল বহুজাতিক মার্কিন টেক জায়ান্ট গুগ্‌ল। রিলায়্যান্স জিয়োর গ্রাহকেরা যা নিখরচায় ব্যবহার করতে পারবেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৫ ১৭:০৭
Representative Picture

জেমিনির নতুন সংস্করণ বাজারে আনল বহুজাতিক মার্কিন টেক জায়ান্ট গুগ্‌ল। — প্রতীকী ছবি।

কৃত্রিম মেধার দুনিয়ায় হইচই। শীতের শুরুতেই নতুন এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) মডেল ‘জেমিনি-৩’কে বাজারে আনল গুগ্‌ল। যা নিয়ে ইতিমধ্যেই এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) লম্বা পোস্ট দিয়েছেন মার্কিন টেক জায়ান্টের ‘চিফ এক্‌জ়িকিউটিভ অফিসার’ তথা সিইও সুন্দর পিচাই। সেখানে আগের সংস্করণগুলির তুলনায় ‘জেমিনি-৩’কে অনেক বেশি কর্মক্ষমতা সম্পন্ন বলে উল্লেখ করেছেন তিনি। ফলে সংশ্লিষ্ট কৃত্রিম মেধাটিকে ঘিরে টেক-প্রেমীদের মধ্যে বাড়ছে উৎসাহ।

Advertisement

গুগ্‌লের দাবি, রিজ়নিং, কোডিং ও অঙ্ক-সহ আরও কিছু কাজ সফল ভাবে করতে পারবে ‘জেমিনি-৩’। এ ব্যাপারে প্রতিদ্বন্দ্বী মার্কিন টেক জায়ান্ট সংস্থা ওপেনএআইয়ের তৈরি জনপ্রিয় কৃত্রিম মেধা প্রযুক্তি চ্যাটজিপিটির সঙ্গে তুলনা টেনে বেশ কিছু উদাহরণ দিয়েছে তারা। ওই এআই চ্যাটবটের থেকে ‘জেমিনি-৩’ শত গুণে ভাল পারফর্ম করবে বলে দাবি করা হয়েছে।

গুগ্‌লের তৈরি এই কৃত্রিম মেধা প্রযুক্তির দু’টি মডেল রয়েছে। তার একটির নাম ‘জেমিনি-৩ প্রো’ এবং অপরটি হল ‘জেমিনি-৩ ডিপ থিঙ্ক’। এই দু’য়েরই অ্যাপ এবং ওয়েবসাইট মডেল লঞ্চ করেছে সংশ্লিষ্ট মার্কিন টেক জায়ান্ট। ফলে দু’ধরনের ডিভাইসেই এই প্রযুক্তিটির স্বাদ পাওয়া যাবে। এ ছাড়াও সার্চে এআই মোড, এআই স্টুডিয়ো এবং ভারটেক্স এআইতে দিব্যি চলবে ‘জেমিনি-৩’।

এ দেশের ধনকুবের শিল্পপতি মুকেশ অম্বানির টেলি যোগাযোগ সংস্থা রিলায়্যান্স জিয়োর সঙ্গে ইতিমধ্যেই গাঁটছড়া বেঁধেছে গুগ্‌ল। ফলে জিয়োর গ্রাহকেরা নিখরচায় ‘জেমিনি-৩ প্রো’ ব্যবহার করতে পারবেন। তবে সংশ্লিষ্ট এআই প্রযুক্তিটির সমস্ত মডেল সকলের হাতের মুঠোয় থাকবে, এমনটা নয়। আগামী দিনে কেবলমাত্র গুগ্‌ল আল্ট্রা ইউজ়ারেরা ‘জেমিনি-৩’ কৃত্রিম মেধা প্রযুক্তিটির স্বাদ নিতে পারবেন বলে জানিয়েছে নির্মাণকারী মার্কিন টেক জায়ান্ট।

গুগ্‌ল অবশ্য প্রো মডেলটির থেকে ডিপ থিঙ্ককে নিয়ে বেশি প্রচার চালাচ্ছে। সংস্থার তরফে এই নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, চ্যাটজিপিটি ৫.১ সংস্করণের তুলনায় অনেক বেশি গভীর চিন্তা করতে পারে জেমিনি-৩। শুধু তা-ই নয়, পারফরম্যান্সের নিরিখে ক্লাউড এআই ৪.৫ সনেটকে পিছনে ফেলে দেবে এই কৃত্রিম মেধা।

Advertisement
আরও পড়ুন