Android Apps Removes

একসঙ্গে বাতিল ১৫ লক্ষ! নিম্নমানের অ্যান্ড্রয়েড অ্যাপ ঝেঁটিয়ে বিদায় করল গুগ্‌ল

নিম্নমানের ১৫ লক্ষ অ্যান্ড্রয়েড অ্যাপকে ঝেঁটিয়ে বিদায় করল গুগ্‌ল। প্লে স্টোর থেকে সেগুলিকে আর ডাউনলোড করতে পারবেন না ব্যবহারকারীরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ মে ২০২৫ ১৪:০৩
Representative Picture

—প্রতীকী ছবি।

ঘর পরিষ্কারে ব্যস্ত গুগ্‌ল। ১৫ লক্ষ অ্যাপকে একেবারে ঝেঁটিয়ে বিদায় করল এই বহুজাতিক মার্কিন টেক জায়ান্ট। প্লে স্টোর থেকে আর সেগুলিকে ডাউনলোড করা যাবে না। তালিকায় রয়েছে কোনও সরকারি অ্যাপ? বাদ পড়েছে ব্যাঙ্ক বা ইউপিআই লেনদেনের আইকন? গুগ্‌ল ব্যবহারকারীদের এই সমস্ত প্রশ্নে সরগরম নেটদুনিয়া।

Advertisement

সম্প্রতি অ্যান্ড্রয়েড অ্যাপ মুছে ফেলা নিয়ে বিবৃতি দিয়েছে গুগ্‌ল। মার্কিন টেক জায়ান্ট সংস্থাটি জানিয়েছে, ২০২৪-’২৫ আর্থিক বছরে মোট ১৫ লক্ষ অ্যান্ড্রয়েড অ্যাপ প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট অ্যাপগুলিকে ‘নিম্নমানের’ বলে উল্লেখ করেছে গুগ্‌ল। তবে সংস্থার তরফে এর কোনও তালিকা প্রকাশ করা হয়নি।

সূত্রের খবর, অ্যান্ড্রয়েড অ্যাপগুলিকে সরিয়ে দেওয়ার আগে প্লে স্টোরে সেগুলির ব্যবহার নিয়ে একটা ছোটখাটো সমীক্ষা চালায় গুগ্‌ল। সেখানেই বড় আকারের ত্রুটি ধরা পড়ে। সংশ্লিষ্ট অ্যাপগুলি ব্যবহারকারীদের ডিভাইসের ক্ষতি করতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল। পাশাপাশি, সেগুলি প্লে স্টোরের অনেকটা জায়গা দখল করে রেখেছে বলে বুঝতে পারে গুগ্‌ল কর্তৃপক্ষ। এর পরই সংশ্লিষ্ট অ্যাপগুলিকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, অ্যাড্রয়েড অ্যাপের ব্যাপারে কিছু দিন যাবৎ কঠোর নীতি নিয়েছে গুগ্‌ল। মার্কিন টেক জায়ান্ট সংস্থাটি এর জন্য নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। কারণ, অ্যাপ নিম্নমানের হলে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে পড়বে তার প্রভাব। পাশাপাশি, এগুলির মাধ্যমে ব্যবহারকারীদের তথ্য চুরি যাওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

প্রসঙ্গত, একসঙ্গে ১৫ লক্ষ অ্যাপ ছেঁটে ফেলায় অনেকটাই হালকা হয়েছে গুগ্‌ল প্লে স্টোর। সেখানে অ্যাপের সংখ্যা কমে অর্ধেক হয়ে গিয়েছে। আগে গুগ্‌ল প্লে স্টোরে অ্যাপের সংখ্যা ছিল ৩৪ লক্ষ। বর্তমানে সেটা ১৮ লক্ষে নেমে এসেছে। এই সংখ্যা আরও কমতে পারে বলে ইঙ্গিত মিলেছে। তবে কোনও সরকারি বা ব্যাঙ্কিং পরিষেবা সংক্রান্ত অ্যাপকে ছেঁটে ফেলেনি গুগ্‌ল। সেগুলির পরিষেবা আগের মতোই পাবেন ব্যবহারকারীরা।

Advertisement
আরও পড়ুন