—প্রতীকী ছবি।
যত সময় গড়াচ্ছে ততই স্মার্টফোনের নেশায় বুঁদ হচ্ছে আমজনতা। কারও চোখ আটকে শুধুই সমাজমাধ্যমের পাতায়। কেউ আবার ‘গেমে’ আসক্ত। ফলে হাটে-বাজারে সর্বত্রই স্মার্টফোন স্ক্রল (স্ক্রিন ওঠানামা করা) করতে দেখা যাচ্ছে ব্যবহারকারীদের। এই প্রবণতা বন্ধ করতে নতুন ধরনের মুঠোবন্দি ডিভাইস বাজারে আনছেন তিন বন্ধু। তাঁদের তৈরি ওই ফোন সব অঙ্ক উল্টে দিতে পারে বলেই মনে করছেন গ্যাজেট বিশ্লেষকদের একাংশ।
ব্যবহারকারীদের স্ক্রলিং বন্ধ করার উদ্দেশ্যে তিন বন্ধুর তৈরি স্মার্টফোনটির নাম ‘ক্লিক কমিউনিকেটর’, যাকে কি-প্যাড যুক্ত মুঠোবন্দি ডিভাইস বললে অত্যুক্তি হবে না। নির্মাণের পর এর সম্পর্কে বলা হয়েছে, যাঁরা সারা দিন টাচ কি-তে টাইপ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছেন, তাঁদের জন্য সংশ্লিষ্ট ফোনটি একটি আদর্শ গ্যাজেট হতে চলেছে। এতে সোশ্যাল মিডিয়ায় চোখ রেখেও দিনের যাবতীয় কাজ দিব্যি সেরে নিতে পারবেন ব্যবহারকারীরা।
নতুন যুগের এই স্মার্টফোনটির সবচেয়ে বড় সুবিধা হল এর কি-প্যাড, যাকে প্রয়োজনমতো ট্র্যাক প্যাডে বদলে ফেলতে পারবেন গ্রাহক। ফলে মুঠোবন্দি ডিভাইসটির স্ক্রিনে আঙুল না ছুঁইয়েও সেটা স্ক্রল করা যাবে। ব্যবহারকারী সারতে পারবেন অন্যান্য কিছু কাজও। এ বছরের গোড়াতেই বাজারে আসতে চলা ওই ফোনে আছে ৫০ মেগাপিক্সল ক্যামেরা এবং টাইপ সি চার্জিং পোর্ট। এর অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড-১৬ বলে জানা গিয়েছে।
কি-প্যাডযুক্ত ‘ক্লিক কমিউনিকেটর’-এর বাড়তি পাওনা হল দুর্দান্ত লুক। এর নকশার সঙ্গে পুরনো ব্ল্যাকবেরি ফোনের বেশ মিল খুঁজে পাবেন গ্রাহক। আইফোন এবং পিক্সেল ফোন আর ভাল না লাগলে গ্রাহকদের ‘অটোমেটিক’ চয়েস হতে পারে ‘ক্লিক কমিউনিকেটর’। ইতিমধ্যেই এর প্রি বুকিং শুরু হয়ে গিয়েছে। ইচ্ছুক গ্রাহকদের যার জন্য দিতে হচ্ছে ৫০০ ডলার। ভারতীয় মুদ্রায় যেটা প্রায় ৪৫ হাজার ১৩৫ টাকা।