শীতের দিনে ঘোরার ঠিকানা। যেতে পারেন সৌর গম্বুজেও। ছবি: সংগৃহীত।
এক সময় শীত মানেই কলকাতা ভ্রমণের ঠিকানা ছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল, জাদুঘর, বিড়লা প্ল্যানেটোরিয়াম, চিড়িয়াখানা। তবে সময়ের সঙ্গে সঙ্গে কলকাতার আশপাশেও বহু জায়গায় নগরী তৈরি হয়েছে। বৃহত্তর কলকাতায় গড়ে উঠেছে বিনোদনের নানা স্থল। এবারের শীতে বেছে নিতে পারেন তেমন জায়গা। খুদের মনোরঞ্জনে নিউটাউন চত্বরেই ৫ জায়গা বেছে নিতে পারেন।
ইকো পার্ক: জাপানি উদ্যান, বিশ্বের সপ্তম আশ্চর্যের রেপ্লিকা, টয়ট্রেন, জলাশয়, কৃত্রিম বনভূমি— সব মিলিয়ে বিশাল এলাকা জুড়ে সেজে উঠেছে ইকোপার্ক। ছোট তো বটেই, বড়দেরও এই জায়গা মনে ধরবে। ছোট থেকে বড়— সব বয়েসিদের মনোরঞ্জনের উপকরণ মজুত রয়েছে ইকোপার্কের এক এক অঞ্চলে। শুধু পছন্দমতো বেছে নিলেই হল। সোমবার ছাড়া সপ্তাহের অন্য দিন, শীতকালে ১১টা থেকেই পার্ক খুলে যায়।
ইকো পার্ক। —ফাইল চিত্র।
সোনার কেল্লা পার্ক: খুদেকে নিয়ে ঘুরে আসতে পারেন নিউ টাউনের সোনার কেল্লা পার্কেও। ফেলুদা-ভক্ত হলে এ স্থান মনে ধরবেই। অনেকটা উন্মুক্ত এলাকা, সাজানো-গোছানো উদ্যান। সত্যজিৎ রায়ের জনপ্রিয় সিনেমা ‘সোনার কেল্লা’র থিমেই তৈরি হয়েছে পার্কটি। সেখানেই রয়েছে ‘সোনার কেল্লা’র বৈগ্রহিক একটি দৃশ্যের মডেল। উটের পিঠে ফেলুদা, তোপসে এবং জটায়ু।
সোনার কেল্লা পার্ক। ছবি: সংগৃহীত।
এয়ারক্র্যাফট মিউজ়িয়াম: সত্যিকারের যুদ্ধবিমান ঘুরে দেখতে গেলে যেতে হবে নিউ টাউনের এয়ারক্র্যাফট মিউজ়িয়ামে। দেশে এই ধরনের সংগ্রহশালা রয়েছে দু’টি। প্রথমটি বিশাখাপত্তনমে, দ্বিতীয়টি কলকাতায়। এখানে রাখা হয়েছে ২৯ বছরের পুরনো অবসরপ্রাপ্ত যুদ্ধবিমান, টি-ইউ ১৪২। দৈর্ঘ্যে ৫৩ মিটার এবং প্রস্থে ৫০ মিটার বিমানটির ওজন ১৮৫ টন। ভারতীয় নৌসেনার তত্ত্বাবধানে সেটি তামিলনাড়ু থেকে কলকাতায় নিয়ে আসা হয়। সংগ্রহশালাটি তত্ত্বাবধানের দায়িত্ব রয়েছে হিডকো।
সময়: সোমবার বন্ধ। শনি এবং রবিবার দুপুর ১২টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মিউজ়িয়াম খোলা থাকে। অন্যান্য দিন দুপুর আড়াইটে থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মিউজিয়াম ঘুরে দেখা যায়।
এয়ারক্র্যাফট মিউজ়িয়াম। ছবি: সংগৃহীত।
সৌর গম্বুজ: গত কয়েক বছরে নিউ টাউনের ইকো পার্কও পর্যটক মহলে জনপ্রিয় হয়ে উঠেছে। পুরো পার্ক একদিনে ঘুরে দেখা কষ্টকর। ভাল ভাবে ঘুরতে হলে বেছে নেওয়া ভাল কোথায় যাবেন। তালিকায় রাখতে পারেন সোলার ডোম। বাইরে থেকে দেখেই যে কেউ এখানে প্রবেশে উৎসাহী হবেন। সৌরশক্তি কাজে লাগিয়ে কী কী করা সম্ভব, সে ব্যাপারে ধারণা দিতেই তা তৈরি হয়। বিশেষত পড়ুয়াদের বিজ্ঞান সম্পর্কে, সৌরজগত সম্পর্কে সঠিক তথ্য দিতে, এই বিষয়ে আগ্রহী করে তুলতেই তা তৈরি রয়েছে। ভিতরে কোথায়, কী রয়েছে তা দেখিয়ে দেওয়ার জন্য রোবটও ভাড়া করা যায়।
সময়: সোমবার ছাড়া অন্য দিন দুপুর আড়াইটে থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত সোলার ডোম দেখা যায়। ছুটির দিনে সময় এগিয়ে আসে। রবিবার ১২টা থেকেই সেখানে প্রবেশের অনুমতি দেওয়া হয়।
সৌর গম্বুজ। ছবি: সংগৃহীত।
জগন্নাথ মন্দির: নিউ টাউনে কারিগরি ভবনের কাছে রয়েছে আরও একটি নবনির্মিত মন্দির। এক ফাঁকে ঘুরে আসতে পারেন সেখান থেকেও। ফোয়ারা, পাথরে বাঁধানো সাজানো মন্দির চত্বর। সমুদ্র মন্থনের দৃশ্য মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে মন্দিরগাত্রে। রয়েছে দেবদেবীর মূর্তি। মূল ফটক দিয়ে ঢুকে প্রশস্ত জায়গা। তার পরেই গর্ভগৃহ। পূজিত হন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। সকাল ৮টা থেকে দুপুর ২টো, বিকাল ৪টে থেকে ৮টা পর্যন্ত মন্দির খোলা থাকে।
জগন্নাথ মন্দির। —ফাইল চিত্র।