Travel essentials

বর্ষায় ভ্রমণ নিয়ে চিন্তায় রয়েছেন? ঘুরতে গেলে ৭টি প্রয়োজনীয় জিনিস যেন সঙ্গে থাকে

বর্ষায় অনেকেই ঘুরতে যেতে পছন্দ করেন না। কিন্তু সঙ্গে কয়েকটি জিনিস রাখলে ভ্রমণের আনন্দ মাটি করতে পারবে না জল-কাদা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ জুলাই ২০২৫ ১৯:০৭
7 absolute must pack items for a monsoon trip

বর্ষায় ঘুরতে গিয়ে সঙ্গে কয়েকটি প্রয়োজনীয় জিনিস রাখা উচিত। ছবি: সংগৃহীত।

বর্ষায় ভ্রমণের অভিজ্ঞতা মনে রয়ে যায় দীর্ঘ দিন। কিন্তু বর্ষায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করলে, বেশ কিছু প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে রাখা প্রয়োজন। অন্যথায় ভ্রমণের মজা মাটি হতে পারে। রইল কয়েকটি পরামর্শ।

Advertisement

১) বর্ষায় ঘুরতে গেলে সঙ্গে ছাতা বা বর্ষাতি রাখা উচিত। কারণ বৃষ্টি হবে কি না, তা আবহাওয়ার উপর নির্ভরশীল। তাই সময় থাকতে তৈরি থাকা ভাল।

২) বর্ষায় ঘুরতে গেলে সঙ্গে ব্যাগগুলি যেন ওয়াটার প্রুফ হয়, সে দিকে খেয়াল রাখা উচিত। তার ফলে জামাকাপড় এবং মোবাইল, ক্যামেরা বা ল্যাপটপের মতো জিনিসগুলি বৃষ্টির হাত থেকে সুরক্ষিত থাকবে।

৩) বর্ষার দিনে জল জমে সমস্যা তৈরি করতে পারে। তাই জমা জল থেকে বাঁচতে ওয়াটারপ্রুফ জুতো সঙ্গে রাখা উচিত। লাগাতার পা জলে না ভিজলে বর্ষার রোগ থেকেও সুরক্ষিত থাকা যায়।

৪) বছরের এই সময়টায় ঘুরতে গেলে সঙ্গে সিলিকা জেল থাকলে সম্ভাব্য বিপদের আশঙ্কা কমতে পারে। মোবাইল ফোন আমরা সব সময় ব্যবহার করি। ফোনে জল লাগলে বা জলে ফোন পড়ে গেলে সিলিকা জেলের সঙ্গে ব্যাগে রেখে দিলে সমস্যা মিটবে। পাশাপাশি, ব্যাগে সিলিকা জেল রাখতে পারলে ভ্যাপসা গন্ধের হাত থেকে মুক্তি পাওয়া যায়।

৫) বর্ষায় ঘুরতে গেলে সঙ্গে জ়িপ লক ব্যাগ রাখলে সুবিধা হবে। মোবাইল, ল্যাপটপ, ক্যামেরা, পাওয়ার ব্যাঙ্ক তার মধ্যে রাখলে দল থেকে ক্ষতির আশঙ্কা কমবে।

৬) বর্ষায় মশা ছাড়াও বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব বাড়ে। তাদের কামড়ে নানা অসুখও হতে পারে। তাই সঙ্গে মশা তাড়ানোর বা অন্যান্য ভেষজ ক্রিম রাখা প্রয়োজন।

৭) বছরের এই সময়ে ঘুরতে গেলে হালকা পোশাক ব্যবহার করা উচিত। ঘন রঙের পোশাক হলে তা কাদা বা অন্য কোনও দাগ বিশেষ একটা বোঝা যাবে না। আবার নাইলন বা পলিয়েস্টারের তৈরি পোশাক হলে জলে ভিজে গেলেও তা অল্প সময়ে শুকিয়ে নেওয়া যাবে।

Advertisement
আরও পড়ুন