সদ্য টিনএজ পেরনো দুই তরুণী। নগানথই আর লামনুনথেম। এক জন কুকি, অন্য জন মেইতেই। হিংসা আর সংঘর্ষে মণিপুর ছিল অগ্নিগর্ভ। তবে, মাটির দ্বন্দ্ব পেরিয়ে আকাশে তাঁরা দু’জনেই ছিলেন দু’জনের বন্ধু। দুর্ঘটনাগ্রস্ত এআই ১৭১-এর কেবিন ক্রু দুই তরুণীই প্রয়াত। আর সেই চলে যাওয়া দুই কন্যার স্মৃতি আঁকড়েই এখন কাঁদছে গোটা মণিপুর।