প্রবল যানজট, ইউ-টার্ন মিস্ করে দেরিতে বিমানবন্দরে, অহমেদাবাদ বিমান দুর্ঘটনায় বাঁচলেন ভূমি
অহমেদাবাদ বিমান দুর্ঘটনায় ২৪২ জন যাত্রীর মধ্যে বেঁচে গিয়েছেন এক জন। বিশ্বাসকুমার রমেশ। আর যানজটে পড়ে প্রাণে বাঁচলেন ভূমিও।
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ জুন ২০২৫ ১৫:৩৩
Advertisement
ছুটিতে এসেছিলেন বাবা মায়ের কাছে। ছুটি শেষে ফিরে যাওয়ার কথা ছিল লন্ডনে। ১২ জুনের অহমেদাবাদ-লন্ডন যাওয়ার বিমানে টিকিট ছিল। ট্র্যাফিক জ্যামে আটকে পড়েন। অনেক চেষ্টা করেও সময়ে পৌঁছতে পারেনি ভূমি।