বাইশ মে। বৃহস্পতিবার। সকাল সাড়ে দশটা। দক্ষিণেশ্বর মন্দির চত্বরে হইহই কাণ্ড। কারণ আর কেউ না কালি কালি আঁখের কাজল। নিজের ছবির প্রচার শুরুর আগে মা ভবতারিণীর শরণে। মায়ের আশীর্বাদ নিতে হাজির বলিউড অভিনেত্রী। চড়া রোদ মাথায়। গর্ভগৃহে পুজো দিতে চললেন কাজল।