ঘাড়ে নিশ্বাস ফেলছে ভারত! শ্রমিক সঙ্কটে এক সন্তান নীতিতে বদল, কন্ডোম দামি করল চিন
ছয় দশকে প্রথমবার চিনের জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ২২:০১
Advertisement
উৎপাদন শিল্পের ‘সুপার পাওয়ার’। বিপুল জনসংখ্যার সুবাদেই চিনের এই মহাশক্তি হয়ে ওঠা। নিজের অর্থনীতির ৩০ শতাংশই চিন আদায় করে এই উৎপাদন শিল্প থেকে। এ বার সেখানেই ধাক্কার আশঙ্কা! জন্ম কম। মৃত্যু বেশি। ছয় দশকে প্রথমবার চিনের জনসংখ্যা চোখে পড়ার মতো কমেছে।