লুচি, পরোটা ভাজা থেকে শাক তোলা, মাছ ধরা। ধান রোওয়ার কাজও করেন মেয়েরা। যুগ যুগ ধরে খাবার জোগানের কাজটা তারাই করে এসেছেন। আর তা নিয়ে গানও বেঁধেছেন। সে সব গানে মিশে আছে মেয়েদের ঘামের গল্প, সৃষ্টির গল্প। সারা বাংলা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে এ রকম অজস্র গান। তারই কয়েকটা শোনালেন মেয়েদের গান সংগ্রাহক ও লেখক চন্দ্রা মুখোপাধ্যায়।