কেন্দ্র-তামিলনাড়ু ভাষাযুদ্ধে নয়া মাত্রা। বাজেটের লোগোয় রুপির প্রতীকের জায়গায় তামিল অক্ষর ‘রু’। নতুন লোগো প্রকাশ পেতেই স্ট্যালিনের সমানোচনা নানা মহলে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের দাবি, এতে বিচ্ছিন্নতাবাদী মনোভাব প্রকাশ পাচ্ছে। প্রতীক বদল কি শুধুই হিন্দি চাপানোর বিরুদ্ধে লড়াই? না কি ২০২৬-এ তামিলনাড়ু বিধানসভা ভোটের প্রস্তুতি?