নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল। উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অঞ্চলে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। দমকা হাওয়ার বেগ পৌঁছে যেতে পারে ৭০ কিলোমিটারেও। শনিবার সকাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।