টেসলা মালিক ইলন মাস্ক তো প্রায় ডোনাল্ড ট্রাম্পের ডান হাত। ওভাল অফিসের অন্যতম ক্ষমতাধর। তা সেই ইলন মাস্ককেই কেন সরে যেতে হল? জোর জল্পনা ট্রাম্প প্রশাসনের অন্দরে। বিদায়বেলায় ‘বিশেষ’ বন্ধুকে সোনার তালা-চাবি দিলেন ট্রাম্প।