এক নম্বরে একের বেশি ভোটার কার্ড। তা দেখিয়ে ভুয়ো ভোটারের অভিযোগে সরব হয় তৃণমূল। ২ মার্চ নির্বাচন কমিশন একাধিক ভোটার কার্ডের উপস্থিতি মেনে নিলেও, ভুয়ো ভোটারের তত্ত্ব খারিজ করে দেয়। তার ছ’দিনের মাথায় ফের বিজ্ঞপ্তি। তিন মাসের মধ্যে ‘ভুল’ সংশোধন করবে কমিশন। নিজেদের জয় দেখছে তৃণমূল কংগ্রেস। তবে আরও প্রশ্ন রাখতে ভুলছে না। এপিক লড়াই কি তবে এখনই শেষ হচ্ছে না?