পহেলগাঁওয়ে জঙ্গিহানার পর পরই পাকিস্তানি নাগরিকদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করে। ২৬ এপ্রিলের মধ্যে দেশে ফিরে যেতে নির্দেশ দেওয়া হয় তাঁদের। সময়সীমা পার হয়ে গেলেও, অটারি সীমান্ত দিয়ে এখনও ফিরছেন পাক নাগরিকেরা। তাঁদের মধ্যে আছেন সেই সব মহিলারাও, যাঁরা ভারতীয় নাগরিককে বিয়ে করে এ দেশেই সংসার পেতেছিলেন। অনির্দিষ্ট কালের জন্য প্রিয়জনের থেকে বিচ্ছিন্ন হওয়ার আগে কী বলছেন তাঁরা?