আরও একটা রাতদখল। আরজি করের ঘটনা আর তার প্রতিবাদের এক বছর পার। এই এক বছরে মেয়েদের নিরাপত্তা বাড়ল? বিচার পেলেন আরজি করের নির্যাতিতা চিকিৎসক? চারটি প্রশ্ন নিয়ে সমাজমাধ্যমে ভোটাভুটি করেছিল আনন্দবাজার ডট কম। কী ফল বেরোল? একই প্রশ্ন নিয়ে সাধারণ মানুষের কাছেও যাওয়া হয়। কী বললেন তাঁরা?