‘অপারেশন সিঁদুর’। পাকিস্তানের জঙ্গি আগ্রাসনের বিরুদ্ধে ভারতীয় সেনার জবাব। যে সংঘাতে আঁচ লেগেছে আকাশপথে। দেশের পশ্চিম দিকের আকাশপথ পুরোপুরি স্তব্ধ। যাত্রীবাহী বিমান ওঠানামা পুরোপুরি নিষিদ্ধ। দেশের বাকি বিমানবন্দরেও নিরাপত্তায় বাড়তি নজর। যেমন কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বিমান বন্দর। যদিও বিমান পরিষেবা স্বাভাবিক কিন্তু বেশ কিছু অতিরিক্ত বিধিনিষেধ মানতে হচ্ছে। ৭টি পর্যায়ে নজরদারি চলছে। সে কারণে নির্ধারিত সময়ের বেশ খানিকটা আগে যাত্রীদের বিমানবন্দরে পৌঁছতে বলা হয়েছে।