জাতীয় শিক্ষানীতির মোড়কে তামিলনাড়ুর উপর হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা কেন্দ্রের। এমনটাই অভিযোগ সে রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্টালিনের। এই ব্যাপারে ডিএমকে পাশে পেয়েছে কমল হাসানের দলকেও। কেন হিন্দিতে আপত্তি ডিএমকের। পুরোটাই কি রাজনীতি? না সিঁদুরে মেঘ দেখছে তামিলনাড়ু। বাংলা ভাষার চরিত্রেও কি আধিপত্য বিস্তারের ইতিহাস নেই? আলোচনায় ভাষাবিদ পবিত্র সরকার।