প্রান্তিক মানুষের জীবনের গল্প বলে যে ছবিরা, তাদের নিয়েই এ চলচ্চিত্র উৎসবের ভাবনা। সময়ের প্রতি অনুগত থাকার কথা সিনেমার। এই চলচ্চিত্র উৎসবও সময়ের কথা বলে। কলকাতা পিপল্স ফিল্ম ফেস্টিভ্যাল-এর এ বার ১২তম বর্ষ। দেশে বিদেশে যখন ‘অনুপ্রবেশকারী’ আর ‘অবৈধ অভিবাসী’ খোঁজার হিড়িক, তখন এ বারের উৎসবে সেই অভিবাসী আর ছিন্নমূল জীবনের গল্প নিয়ে বানানো ছবির ভিড়।