ভারতে পাক ক্ষেপণাস্ত্রের হামলা। অপরাশেন সিদুঁরের পাল্টা পাকিস্তানের ‘অপারেশন বুনিয়ান-আন-মারসুস’। চিনা পত্রিকা সাংহাই ডেইলি-র দাবি, এই অপারেশনে ফতেহ্ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাকিস্তান। উড়িয়ে দেওয়া হয় ভারতীয় বায়ুসেনার ঘাঁটি। পুরোপুরি ভিত্তিহীন, একেবারে ভুয়ো খবর। ছবিতে প্রমাণ দিল ভারত।