মে মাসের ২০ তারিখ থেকে হাট শুরু হয়েছে। এই হাটে প্রায় পাঁচশোর বেশি পশু রয়েছে। এ রাজ্যের মুর্শিদাবাদ, মালদহ, দিনাজপুর, বীরভূম,নদিয়া ও উত্তর ২৪ পরগনা থেকে প্রচুর পশু আসে কলকাতার এই হাটে। প্রতি বছরই এই হাটে ভিড় জমান ক্রেতারা। তপসিয়া, পদ্মপুকুর, হাওড়া-সহ আশপাশের এলাকা থেকে ক্রেতারা আসেন এই হাটে।