আইপিএলের ১৮ বছরে প্রথমবার শিরোপা জয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দলের জয়ে মাঠেই কেঁদে ফেললেন বিরাট কোহলি। ‘এই দল স্বপ্ন পূরণ করে দেখাল। এমন একটা মরসুম, যা কখনও ভুলব না। বিগত আড়াই মাস অনেক। আনন্দ করেছি। এই জয় সমর্থকদের জন্য, যারা খারাপ সময়ে দলের পাশে থেকেছেন। বছরের পর বছর অপেক্ষা এবং হতাশার পর জয়। মাঠের প্রতিটা চেষ্টার অবদান এই জয়। ১৮ বছর অপেক্ষার পর ট্রফি জয়। সত্যি দীর্ঘ অপেক্ষা সার্থক হল’, ইনস্টাগ্রামে লিখলেন আবেগঘন পোস্ট।